Ajker Patrika

২৪ ঘণ্টায় আরও ৬৬ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৯: ১৪
২৪ ঘণ্টায় আরও ৬৬ ডেঙ্গু রোগী ভর্তি

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। যেখানে গতকাল রোববার ভর্তি হয় ৫৩ জন। এর আগের দিন ভর্তি হয়েছিল ৬০ ডেঙ্গু রোগী। 
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬৬ জন। তাদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয় ৪৪ জন এবং বাইরে ২২ জন। আগের দিন ঢাকায় শনাক্ত ও ভর্তি হয়েছিল ৩৫ জন এবং ঢাকার বাইরে ছিল ১৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৩৪ জন। আগের দিন ছিল ২২২ জন এবং এর আগের দিন ছিল ২২০ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭৭ জন এবং বাইরে ৫৭ জন। আগের দিন ভর্তি ছিল ১৭০ জন এবং বাইরে ছিল ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ১ হাজার ৭৮৭ জন। আগের দিন ছিল ১ হাজার ৭২৩ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ১ হাজার ৫৩৫ জন এবং বাইরে ২৫৪ জন। আগের দিন ছিল ১ হাজার ৪৯১ এবং বাইরে ছিল ২৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৮ দিনে ৭০০ জন। অর্থাৎ জুলাই মাসে গড়ে প্রতিদিন প্রায় ৩৯ রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রাজধানীতে এবং দুইজন কক্সবাজারে।  

কীটতত্ত্ববিদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে মানুষ গ্রামে ফেরায় ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে বলে তাঁদের আশঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত