নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্তিত্বহীন বা কাগুজে প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংক থেকে ১ হাজার ১৭৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতা সালমান ফজলুর রহমানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় আসামিদের তালিকায় রয়েছেন সালমানের ছেলে, আইএফআইসি ব্যাংকের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (৩ জুন) দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে ৬৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২২ জন এবং দ্বিতীয় মামলায় ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৭ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই সালমান ও তাঁর ছেলে আইএফআইসির সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান প্রধান আসামি।
প্রথম মামলার বিবরণ
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ মার্চ ও ১২ এপ্রিল আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের দুটি সভায় মোট ৬১৮ কোটি ৯ লাখ টাকা বিতরণ করা হয়। এই বিতরণ হয় মূলত অস্তিত্বহীন প্রতিষ্ঠানগুলোর নামে, কোনো প্রকার উপযুক্ত জামানত বা মূল্যায়ন ছাড়াই। সুদ-আসলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৭৮ কোটি টাকা।
এই মামলার আসামির তালিকায় আরও রয়েছেন—
আইএফআইসি ব্যাংকের সাবেক ও বর্তমান পরিচালক ও কর্মকর্তারা: শাহ মনজুরুল হক, সুধাংশু শেখর বিশ্বাস, আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, গুলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, সৈয়দ মুনসুর মোস্তফা (বর্তমান এমডি ও সিইও), মো. শাহ আলম সারোয়ার (সাবেক এমডি), মো. রফিকুল ইসলাম (উপব্যবস্থাপনা পরিচালক), মো. নূরুল হাসনাত (তৎকালীন চিফ বিজনেস অফিসার) প্রমুখ।
এ ছাড়া ব্যাংকের আইটি ও ট্রেজারি বিভাগের তৎকালীন কর্মকর্তারাও রয়েছেন আসামির তালিকায়—মনিতুর রহমান, শাহিন উদ্দিন, সৈয়দ হাসনুজ্জামান, হেলাল আহমেদ, ইকবাল পারভেজ চৌধুরী ও হোসাইন শাহ আলী।
শীর্ষ ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হয়েছেন গ্রোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এমডি আলমগীর আলম চৌধুরী ও চোয়া কনস্ট্রাকশনের পরিচালক সৈয়দা মুনিমা হোসেন।
তা ছাড়া ব্যাংকের প্রিন্সিপাল শাখার অ্যাকটিং ইনচার্জ তাছলিমা আক্তার ও তৎকালীন রিলেশনশিপ ম্যানেজার সরদার মো. মমিনুল ইসলামকেও আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলার বিবরণ
আরেকটি মামলায় ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ১৭ জনের বিরুদ্ধে। এখানে অভিযোগ করা হয়েছে, ‘সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিডি’ নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। এই মামলার প্রধান আসামির তালিকায়ও রয়েছেন সালমান ও তাঁর ছেলে।
অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সার্ভ কনস্ট্রাকশনের পরিচালক ও এমডি সুলতানা মনামী ও মো. মনিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক রাবেয়া জামালী, ব্যাংকটির কর্মকর্তা আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, মো. জাফর ইকবাল, রফিকুল ইসলাম, শাহ মো. মঈনউদ্দিন, মো. নূরুল হাসনাত, মনিতুর রহমান, শাহিন উদ্দিন, আবদুর রহমান (বর্তমানে নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার) ও বেক্সিমকো গ্রুপের করপোরেট ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পণ্ডিত।
রাজনৈতিক পটভূমি ও দুদকের অনুসন্ধান
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এই অনুসন্ধানের আওতায় নাম আসে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমানেরও, যিনি দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
দুদকের ভাষ্য অনুযায়ী, এই মামলাগুলোতে তদন্ত চলছে এবং ব্যাংকিং ব্যবস্থার শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অবস্থান ‘শূন্য সহনশীলতা’।
অস্তিত্বহীন বা কাগুজে প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংক থেকে ১ হাজার ১৭৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতা সালমান ফজলুর রহমানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় আসামিদের তালিকায় রয়েছেন সালমানের ছেলে, আইএফআইসি ব্যাংকের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (৩ জুন) দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে ৬৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২২ জন এবং দ্বিতীয় মামলায় ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৭ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই সালমান ও তাঁর ছেলে আইএফআইসির সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান প্রধান আসামি।
প্রথম মামলার বিবরণ
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ মার্চ ও ১২ এপ্রিল আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের দুটি সভায় মোট ৬১৮ কোটি ৯ লাখ টাকা বিতরণ করা হয়। এই বিতরণ হয় মূলত অস্তিত্বহীন প্রতিষ্ঠানগুলোর নামে, কোনো প্রকার উপযুক্ত জামানত বা মূল্যায়ন ছাড়াই। সুদ-আসলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৭৮ কোটি টাকা।
এই মামলার আসামির তালিকায় আরও রয়েছেন—
আইএফআইসি ব্যাংকের সাবেক ও বর্তমান পরিচালক ও কর্মকর্তারা: শাহ মনজুরুল হক, সুধাংশু শেখর বিশ্বাস, আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, গুলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, সৈয়দ মুনসুর মোস্তফা (বর্তমান এমডি ও সিইও), মো. শাহ আলম সারোয়ার (সাবেক এমডি), মো. রফিকুল ইসলাম (উপব্যবস্থাপনা পরিচালক), মো. নূরুল হাসনাত (তৎকালীন চিফ বিজনেস অফিসার) প্রমুখ।
এ ছাড়া ব্যাংকের আইটি ও ট্রেজারি বিভাগের তৎকালীন কর্মকর্তারাও রয়েছেন আসামির তালিকায়—মনিতুর রহমান, শাহিন উদ্দিন, সৈয়দ হাসনুজ্জামান, হেলাল আহমেদ, ইকবাল পারভেজ চৌধুরী ও হোসাইন শাহ আলী।
শীর্ষ ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হয়েছেন গ্রোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এমডি আলমগীর আলম চৌধুরী ও চোয়া কনস্ট্রাকশনের পরিচালক সৈয়দা মুনিমা হোসেন।
তা ছাড়া ব্যাংকের প্রিন্সিপাল শাখার অ্যাকটিং ইনচার্জ তাছলিমা আক্তার ও তৎকালীন রিলেশনশিপ ম্যানেজার সরদার মো. মমিনুল ইসলামকেও আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলার বিবরণ
আরেকটি মামলায় ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ১৭ জনের বিরুদ্ধে। এখানে অভিযোগ করা হয়েছে, ‘সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিডি’ নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। এই মামলার প্রধান আসামির তালিকায়ও রয়েছেন সালমান ও তাঁর ছেলে।
অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সার্ভ কনস্ট্রাকশনের পরিচালক ও এমডি সুলতানা মনামী ও মো. মনিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক রাবেয়া জামালী, ব্যাংকটির কর্মকর্তা আর এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, মো. জাফর ইকবাল, রফিকুল ইসলাম, শাহ মো. মঈনউদ্দিন, মো. নূরুল হাসনাত, মনিতুর রহমান, শাহিন উদ্দিন, আবদুর রহমান (বর্তমানে নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার) ও বেক্সিমকো গ্রুপের করপোরেট ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পণ্ডিত।
রাজনৈতিক পটভূমি ও দুদকের অনুসন্ধান
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এই অনুসন্ধানের আওতায় নাম আসে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমানেরও, যিনি দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
দুদকের ভাষ্য অনুযায়ী, এই মামলাগুলোতে তদন্ত চলছে এবং ব্যাংকিং ব্যবস্থার শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অবস্থান ‘শূন্য সহনশীলতা’।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৭ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১২ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে