দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন আসছে। আসন্ন ঈদুল আজহার ছুটির পর আগের নিয়মে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হচ্ছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সচিব বলেন, ‘আজকের বৈঠকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইনের খসড়া, জাতীয় জীব নিরাপত্তা নীতি-২০২৪–এর খসড়াসহ আরও কয়েকটি বিষয় অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এখন আবার আগের সূচিতে ফিরছে অফিস সময়।’
তিনি আরও বলেন, ‘রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার ছুটি থাকবে।’
এখন কী কারণে অফিস সময় পুনর্নির্ধারণ করা হলো—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটাই তো স্বাভাবিক ছিল। দিনে আট ঘণ্টা কাজ হবে। ৫ দিনে ৪০ ঘণ্টা। এত দিন ৩৫ ঘণ্টা কাজ হতো, কিন্তু সেটা বিশেষ ব্যবস্থা ছিল। এখন আবার মূল অবস্থায় আসা হলো। এটি ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকে কার্যকর হবে।’
বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন
‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিব মো. মাহবুব হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আইনের খসড়াটি ২০২৩ সালের ২৩ অক্টোবর চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছিল। কিন্তু ওই মেয়াদে সংসদের শেষ অধিবেশনে তাঁরা সেটি উপস্থাপন করতে পারেননি। এ কারণে মন্ত্রণালয় থেকে আজকে আবার উপস্থাপন করা হয়েছিল। আগে যা ছিল, সেটিই উপস্থাপন করা হলে তা চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
জাতীয় জীব নিরাপত্তা নীতি: জাতীয় জীব নিরাপত্তা নীতি-২০২৪–এর খসড়ার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘আমাদের বাংলাদেশ পরিবেশে সংরক্ষণ আইন-১৯৯৫ এবং এর আওতায় বাংলাদেশ জীব নিরাপত্তা বিধিমালা রয়েছে। কিন্তু নীতিমালা ছিল না। এখন অনেক রিসার্চ হচ্ছে। রিসার্চ যেন নিরাপদ হয়, যাতে রেগুলেট করতে পারি, সে জন্য এটি করা হয়েছে। কোনো একটি ভ্যারাইটি সরাসরি বাজারে আসতে পারবে না। সরকারের অনুমোদন লাগবে। পরিবেশের জন্য ক্ষতিকর কি না, তা ভ্যারিফাইড করবে পরিবেশ মন্ত্রণালয়।’
ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যাবেন অফিশিয়াল পাসপোর্টধারীরা
ডিপ্লোম্যাটিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যেতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচুয়াল এক্সামশন অব ভিসা রিকয়ারমেন্টস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে বলেন, ‘বর্তমানে ২৯টি দেশের সঙ্গে এ রকম চুক্তি আছে। এটি নিয়ে ৩০টি হলো। ডিপ্লোম্যাটিক এবং অফিশিয়াল পাসপোর্টের অধিকারীরা ভিসা ছাড়াই ৩০ দিন পরস্পর দেশে ভ্রমণ করতে পারবেন।’
এ ছাড়া নেদারল্যান্ডস ও মরিশাসের সঙ্গে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে হওয়া চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে যাতে দ্বৈত কর পরিহার করা হয়, সে জন্য আমাদের চুক্তি স্বাক্ষর করতে হয়। এটি স্বাক্ষরের পর সেটি অনুসমর্থন করতে হয়। এটি গত ২৮ ফেব্রুয়ারি অনুমোদন দেওয়া হয়েছিল। গত ১২ মার্চ স্বাক্ষর করা হয়েছিল, আজ অনুসমর্থন করা হলো। এ ছাড়া বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ–সংক্রান্ত সংশোধিত প্রটোকল অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটিও একই রকম।’
ড্রেজিং নীতিমালা-২ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ
‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪’–এর নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে, তাদেরও এ ধরনের নীতিমালা আছে। মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই নীতিমালার সঙ্গে এটি সমন্বয় করে যেন পরবর্তী সময় নিয়ে আসে। তারপর তারা অনুমোদন করবে।
দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন আসছে। আসন্ন ঈদুল আজহার ছুটির পর আগের নিয়মে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হচ্ছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সচিব বলেন, ‘আজকের বৈঠকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইনের খসড়া, জাতীয় জীব নিরাপত্তা নীতি-২০২৪–এর খসড়াসহ আরও কয়েকটি বিষয় অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এখন আবার আগের সূচিতে ফিরছে অফিস সময়।’
তিনি আরও বলেন, ‘রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার ছুটি থাকবে।’
এখন কী কারণে অফিস সময় পুনর্নির্ধারণ করা হলো—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটাই তো স্বাভাবিক ছিল। দিনে আট ঘণ্টা কাজ হবে। ৫ দিনে ৪০ ঘণ্টা। এত দিন ৩৫ ঘণ্টা কাজ হতো, কিন্তু সেটা বিশেষ ব্যবস্থা ছিল। এখন আবার মূল অবস্থায় আসা হলো। এটি ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকে কার্যকর হবে।’
বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন
‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিব মো. মাহবুব হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আইনের খসড়াটি ২০২৩ সালের ২৩ অক্টোবর চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছিল। কিন্তু ওই মেয়াদে সংসদের শেষ অধিবেশনে তাঁরা সেটি উপস্থাপন করতে পারেননি। এ কারণে মন্ত্রণালয় থেকে আজকে আবার উপস্থাপন করা হয়েছিল। আগে যা ছিল, সেটিই উপস্থাপন করা হলে তা চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
জাতীয় জীব নিরাপত্তা নীতি: জাতীয় জীব নিরাপত্তা নীতি-২০২৪–এর খসড়ার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘আমাদের বাংলাদেশ পরিবেশে সংরক্ষণ আইন-১৯৯৫ এবং এর আওতায় বাংলাদেশ জীব নিরাপত্তা বিধিমালা রয়েছে। কিন্তু নীতিমালা ছিল না। এখন অনেক রিসার্চ হচ্ছে। রিসার্চ যেন নিরাপদ হয়, যাতে রেগুলেট করতে পারি, সে জন্য এটি করা হয়েছে। কোনো একটি ভ্যারাইটি সরাসরি বাজারে আসতে পারবে না। সরকারের অনুমোদন লাগবে। পরিবেশের জন্য ক্ষতিকর কি না, তা ভ্যারিফাইড করবে পরিবেশ মন্ত্রণালয়।’
ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যাবেন অফিশিয়াল পাসপোর্টধারীরা
ডিপ্লোম্যাটিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যেতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচুয়াল এক্সামশন অব ভিসা রিকয়ারমেন্টস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে বলেন, ‘বর্তমানে ২৯টি দেশের সঙ্গে এ রকম চুক্তি আছে। এটি নিয়ে ৩০টি হলো। ডিপ্লোম্যাটিক এবং অফিশিয়াল পাসপোর্টের অধিকারীরা ভিসা ছাড়াই ৩০ দিন পরস্পর দেশে ভ্রমণ করতে পারবেন।’
এ ছাড়া নেদারল্যান্ডস ও মরিশাসের সঙ্গে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে হওয়া চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে যাতে দ্বৈত কর পরিহার করা হয়, সে জন্য আমাদের চুক্তি স্বাক্ষর করতে হয়। এটি স্বাক্ষরের পর সেটি অনুসমর্থন করতে হয়। এটি গত ২৮ ফেব্রুয়ারি অনুমোদন দেওয়া হয়েছিল। গত ১২ মার্চ স্বাক্ষর করা হয়েছিল, আজ অনুসমর্থন করা হলো। এ ছাড়া বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ–সংক্রান্ত সংশোধিত প্রটোকল অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটিও একই রকম।’
ড্রেজিং নীতিমালা-২ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ
‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪’–এর নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে, তাদেরও এ ধরনের নীতিমালা আছে। মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই নীতিমালার সঙ্গে এটি সমন্বয় করে যেন পরবর্তী সময় নিয়ে আসে। তারপর তারা অনুমোদন করবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৬ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৯ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১০ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৬ ঘণ্টা আগে