Ajker Patrika

এবার যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে না, ভবিষ্যতে তারা নিবন্ধন পাবে না: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯: ৪০
এবার যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে না, ভবিষ্যতে তারা নিবন্ধন পাবে না: ইসি

যেসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে না, ভবিষ্যতে তারা আর নিবন্ধন পাবে না বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার ইসির অতিরিক্ত সচিব এ কথা জানান। 

দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়ানো হবে কি না, জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সংস্থা থেকে সময় বাড়ানোর আবেদন না করলে বাড়ানো হবে না। আবেদন করলে আমরা সেটি কমিশনে উপস্থাপন করতাম। কোনো সংস্থা এখনো আবেদন করেনি।’ 

পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য। যেসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে না, ভবিষ্যতে তারা আর নিবন্ধন পাবে না বলেও জানান অশোক কুমার। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আশানুরূপ সাড়া না পেয়ে সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সদ্য নিবন্ধন পাওয়া এক-তৃতীয়াংশের বেশি দেশীয় পর্যবেক্ষক সংস্থারও নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ নেই। প্রথম ধাপে আগামী পাঁচ বছরের জন্য এবার ৬৭টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে কমিশন। দ্বিতীয় ধাপে ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পাওয়ার অপেক্ষায় রয়েছে। শনিবার ছিল সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের শেষ দিন। নির্ধারিত সময়ে নিবন্ধন পাওয়া ৬৭টি দেশীয় সংস্থার মধ্যে কমবেশি ৪০টি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইইউয়ের সঙ্গে ইসির বৈঠক বুধবার
গত বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে সময় চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এসংক্রান্ত ই-মেইলে আগামী ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আগামী বুধবার (২৯ নভেম্বর) বেলা ৩টায় সিইসি সময় দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে থাকায় ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত