Ajker Patrika

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ চার দেশের রাষ্ট্রদূত শর্তসাপেক্ষে প্রটোকল পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৩, ১৮: ০০
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ চার দেশের রাষ্ট্রদূত শর্তসাপেক্ষে প্রটোকল পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের শর্তসাপেক্ষে প্রটোকল দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতেরা চাইলে তাঁরা শর্তসাপেক্ষে প্রটোকল ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের প্রটোকল দিতে আনসার গার্ড রেজিমেন্ট সদস্যরা প্রস্তুত রয়েছেন। ২০১৩-১৪ সালে দেশব্যাপী আগুন-সন্ত্রাসের কারণে কয়েকজন রাষ্ট্রদূতের বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক প্রটোকল দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাঁদের সেই প্রটোকল তুলে নেওয়া হয়েছে। 

আসাদুজ্জামান বলেন, কোনো দূতাবাস যদি মনে করে তাদের প্রটোকল দরকার, তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাদের এই প্রটোকল দেওয়া হবে। 

১৪ মে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী প্রটোকল প্রত্যাহার করে নেয় সরকার। ওই দিন সকাল ৬টার দিকে পুলিশের পক্ষ থেকে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের প্রটোকল পাবেন না। অন্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত