নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৭ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১২ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে