নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার মঙ্গলবার ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হবে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
এদিকে, ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ। মঙ্গলবার থেকে দুই সেতুর নতুন টোল কার্যকর হবে।
বঙ্গবন্ধু সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
মোটরসাইকেল জন্য দিতে হবে ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, হালকা যানবাহন (কার ও জিপ) ৫৫০ টাকা আগে ছিল ৫০০ টাকা, মাইক্রো পিকআপ (১.৫ টনের কম) ৬০০ টাকা, ছোট বাস ৭৫০ টাকা আগে ছিল ৬৫০ টাকা, বড় বাস ১০০০ টাকা আছে ছিল ৯০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা আগে ছিল ৮৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ১৬০০ টাকা আগে মাঝারি ট্রাক হিসেবে ১১০০ টাকা ধরা ছিল, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক তিন হাজারের ওপরে আগে বড় ট্রাক হিসেবে ১৪০০ টাকা ধরা ছিল, ট্রেন বছরে ১ কোটি টাকা।
মুক্তারপুর সেতুর পুনর্নির্ধারিত টোল হার:
ভ্যান (তিন চাকা বিশিষ্ট) /মোটরসাইকেল ১৫ টাকা আগে ছিল ১০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা আগে ছিল ২০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রো, পিক-আপ ৫০ টাকা আগে ছিল ৪০ টাকা, ছোট বাস ১৫০ টাকা আগে ছিল ১০০ টাকা, বড় বাস (৩২ আসন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ২০০ টাকা আগে ছিল ১৫০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২৫০ টাকা আগে ছিল ২০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর ৪ এক্সেল ১০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের ওপরে) ১০০০ হাজারের সঙ্গে প্রতি এক্সেল ৫০০ করে যোগ হবে। আগে বড় ট্রাক ছিল ৫০০ টাকা।
‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
৩৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিমান) একটি ফ্লাইটকে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
৭ ঘণ্টা আগেহজ পারমিট বা অনুমোদন ছাড়া হজ পালন করলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, এভাবে হজ পালনে যাঁরা সহায়তা করবেন, তাদের গুনতে হবে কয়েক গুণ জরিমানা। এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে