Ajker Patrika

শেখ হাসিনার নয়াদিল্লি সফরে এল ১৩ ঘোষণা

আপডেট : ২২ জুন ২০২৪, ২২: ৪৯
শেখ হাসিনার নয়াদিল্লি সফরে এল ১৩ ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুই দিনের সরকারি সফর শেষে আজ শনিবার রাতে দেশে ফিরেছেন। চট্টগ্রাম-কলকাতা বাস চালুসহ সফরে ১৩টি ঘোষণা এসেছে। 

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর আজ শনিবার গণমাধ্যমের সামনে এসব ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। 

সফরের ১৩ ঘোষণা হলো—

১. রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু করা হবে।

২. চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালুর ঘোষণা। 

৩. গেদে-দর্শনা এবং হলদিবাড়ি-চিলাহাটির মধ্যে ডালগাঁও পর্যন্ত পণ্য ট্রেন সার্ভিস চালু করা হবে। 

৪. অনুদান সহায়তায় সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো নির্মাণ করা হবে। 

৫. ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু হবে। 

৬. গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে আলোচনার জন্য যৌথ কারিগরি কমিটি গঠিত হবে। 

৭. বাংলাদেশ ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে যোগ দিয়েছে। 

৮. বাংলাদেশিদের জন্য মেডিকেল ই-ভিসা চালু। 

৯. তিস্তার পানি বণ্টনে টেকনিক্যাল টিম পাঠাবে ভারত। 

১০. বাংলাদেশের ৩৫০ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। 

১১. মুক্তিযোদ্ধা স্কিমের আওতায় রোগীপ্রতি সর্বোচ্চ ৮ লাখ রুপি করে দেওয়া হবে। 

১২. রংপুরে ভারতের নতুন সহকারী হাইকমিশন। 

১৩. ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) চালু করার জন্য এনপিসিআই (ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অফ ইন্ডিয়া) এবং বাংলাদেশ ব্যাংক মধ্যকার চুক্তি। 

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আমন্ত্রণে গতকাল শুক্রবার দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। এ ছাড়া এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। এর আগে গত ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লি আজ দুটি প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন ও তিনটি নবায়নকৃতসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত