Ajker Patrika

যৌথ বাহিনীর ৭ দিনের অভিযানে গ্রেপ্তার ৩৯০

বাসস, ঢাকা  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, ডাকাত, চাঁদাবাজ, পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারি, মাদকাসক্ত ও দালাল চক্রের সদস্যরা রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট এবং অন্যান্য বাহিনীর সহযোগিতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ ও ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম চালায়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করে এবং চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রেও নিরাপত্তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পেশাদারত্বপূর্ণ এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনাক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত