নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু করবে সরকার। এ ছাড়া পরদিন মঙ্গলবার থেকে প্রথমবারের মতো সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্সের সুবিধায় আসা মডার্নার টিকা।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকাও পৌঁছে দেওয়া হবে। আশা করছি কাল (সোমবার) থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।
শামসুল হক বলেন, হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
টিকা কর্মসূচির পরিচালক আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এসব হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এটি শেষ হলেই এসব কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে। তবে ঢাকার বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে শামসুল হক বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকে তাঁরা টিকা নিতে পারবেন।
এ ছাড়া বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও জানান তিনি।
আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু করবে সরকার। এ ছাড়া পরদিন মঙ্গলবার থেকে প্রথমবারের মতো সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্সের সুবিধায় আসা মডার্নার টিকা।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকাও পৌঁছে দেওয়া হবে। আশা করছি কাল (সোমবার) থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।
শামসুল হক বলেন, হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
টিকা কর্মসূচির পরিচালক আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এসব হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এটি শেষ হলেই এসব কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে। তবে ঢাকার বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে শামসুল হক বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকে তাঁরা টিকা নিতে পারবেন।
এ ছাড়া বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেদেশের স্থানীয় পর্যায়ে গ্রামীণ, পানিসম্পদ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
৫ ঘণ্টা আগেবাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগেশাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১৩ ঘণ্টা আগে