Ajker Patrika

সরকারকে ৪৭৫ কোটি টাকা পরিশোধ বিএসসির: প্রশংসা প্রধান উপদেষ্টার

বাসস, ঢাকা  
ছবি: বাসস
ছবি: বাসস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৬ নভেম্বর) মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘তারা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

২০১৬ সালে সরকার ও চায়না এক্সিম ব্যাংক থেকে প্রাপ্ত সংস্থার ঋণের কিস্তি হিসেবে বিএসসি ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

বিএসসি ১ হাজার ৪৫৭ কোটি টাকার বেশি ব্যয়ে তিনটি বাল্ক ক্যারিয়ারসহ ছয়টি জাহাজ ক্রয়ের জন্য এ ঋণ নিয়েছিল।

এ ঋণ চুক্তির কারণে বিএসসি ২০১৮-২০১৯ সালে ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো তার বহরে ছয়টি বাণিজ্যিক জাহাজ যোগ করতে সক্ষম হয়।

এর মধ্যে পাঁচটি জাহাজ এখন বাংলাদেশের পতাকা ব্যবহার করে বিভিন্ন মহাসাগর পাড়ি দিয়ে পণ্য বহন করছে।

বিএসসির ১৩ বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে ঋণ ও সুদ হিসেবে সরকারকে ২ হাজার ৪২৫ কোটি টাকা পরিশোধ করার কথা।

শিপিং মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিপিং সচিব মোহাম্মদ ইউছুফ ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত