Ajker Patrika

বাংলাদেশসহ ৩ দেশের স্বল্পকালীন ভিসা স্থগিতের প্রস্তাব ইইউর

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৮: ৫৪
বাংলাদেশসহ ৩ দেশের স্বল্পকালীন ভিসা স্থগিতের প্রস্তাব ইইউর

বাংলাদেশ, ইরাক এবং গাম্বিয়ার নাগরিকদের স্বল্পকালীন ভিসায় অস্থায়ী বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে অবস্থান করা অবৈধ অভিবাসীদের পাঠানোর ক্ষেত্রে পর্যাপ্ত সহযোগিতা না করায় এ প্রস্তাব করা হয়েছে। ভিসা বিষয়ক প্রতিষ্ঠান শেনজেনভিসাইনফো. কমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর সংশোধিত ভিসা কোডের সঙ্গে সামঞ্জস্য রেখে, ইইউ-এর স্বল্পকালীন ভিসা নীতি অংশীদার দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ইউরোপীয় ভূখণ্ডে থাকার অধিকার নেই এমন নাগরিকদের নিজ দেশে ফেরত নিতে এই দেশ তিনটিকে বলা হয়েছে। একই সঙ্গে এসব দেশের নাগরিকদের পাঠানোর বিষয়ে সহযোগিতা উন্নত করার কথাও উল্লেখ করা হয়। 

স্বল্পকালীন ভিসা বিষয়ে কমিশনের প্রস্তাবিত ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে—

  • সুনির্দিষ্ট ভ্রমণকারীদের মতো বেশ কিছু আবেদনকারী বিভাগের জন্য কিছু নথির ফি মওকুফ স্থগিতকরণ।
  • কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিদের জন্য ঐচ্ছিক ভিসা ফি মওকুফ স্থগিতাদেশ।
  • সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণের সময় স্থগিত করা।
  • বর্ধিত বৈধতা আছে এমন বেশ কিছু এন্ট্রি ভিসার বাধ্যতামূলক ইস্যু স্থগিতকরণ। 


প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন সুরক্ষা বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স এ তথ্যমতে শুধু ২০২১ সালের জুন মাসেই ১১ হাজার ১৫০ জন মানুষ অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত