নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান লকডাউনে মানুষ যদি এভাবেই ঘরের বাইরে বের হতে থাকে, তাহলে আরও কঠোর হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মূল সড়কের পাশাপাশি প্রতিটি পাড়া–মহল্লায় ঢুকে ঢুকে অভিযান পরিচালনা করা হবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। আজ শনিবার দুপুরে লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর রাসেল স্কয়ারে র্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘র্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এতে জরিমানা করা হয়েছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। হাজারো নিষেধ সত্ত্বেও কঠোর বিধিনিষেধের মধ্যে অনেকে বাইরে বের হচ্ছেন। তাঁরাই আবার সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন না। সচেতনতার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।’
র্যাবের এই মুখপাত্র বলেন, ‘পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত করছেন। আড্ডা দিচ্ছেন। তাই সবার প্রতি অনুরোধ, পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কয়টা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। প্রয়োজনে আরও কঠোর হব।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এখন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন দেওয়া হয়েছে। যাঁরা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অতি জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। না হয় র্যাবের জেরার মুখোমুখি হতে হবে।’
চলমান লকডাউনে মানুষ যদি এভাবেই ঘরের বাইরে বের হতে থাকে, তাহলে আরও কঠোর হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মূল সড়কের পাশাপাশি প্রতিটি পাড়া–মহল্লায় ঢুকে ঢুকে অভিযান পরিচালনা করা হবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। আজ শনিবার দুপুরে লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর রাসেল স্কয়ারে র্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘র্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এতে জরিমানা করা হয়েছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। হাজারো নিষেধ সত্ত্বেও কঠোর বিধিনিষেধের মধ্যে অনেকে বাইরে বের হচ্ছেন। তাঁরাই আবার সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন না। সচেতনতার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।’
র্যাবের এই মুখপাত্র বলেন, ‘পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত করছেন। আড্ডা দিচ্ছেন। তাই সবার প্রতি অনুরোধ, পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কয়টা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। প্রয়োজনে আরও কঠোর হব।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এখন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন দেওয়া হয়েছে। যাঁরা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অতি জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। না হয় র্যাবের জেরার মুখোমুখি হতে হবে।’
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত করেন।
১০ মিনিট আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
১ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
১ ঘণ্টা আগেসরকার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করেছে। আজ বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগে