Ajker Patrika

চিকিৎসকদের সুরক্ষার দায়িত্ব আমার, কিন্তু রোগীর সেবার দায়িত্ব নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের সুরক্ষার দায়িত্ব আমার, কিন্তু রোগীর সেবার দায়িত্ব নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু রোগীকে সেবা দেওয়ার দায়িত্ব নিতে হবে। আমার যেমন চিকিৎসকদের প্রতি দায়িত্ব আছে, তেমনি রোগীদের আছে। হাসপাতালে চিকিৎসা সেবা থেকে কোনো রোগী যেন বঞ্চিত না হয় সেটিও নিশ্চিত করতে হবে।’

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ডা. শহিদ মিলন হলে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশন ও ঢাকা মেডিকেল কলেজ যৌথভাবে ‘ডোনেশন অব মডার্ন হেলথ কেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিং’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা যে পরিমাণ পরিশ্রম করেন, আমি মনে করি তাঁদের নোবেল দেওয়া উচিত। হাজার হাজার রোগীকে দিনরাত অক্লান্ত সেবা দিয়ে এই চিকিৎসকেরা সুস্থ করেন। চিকিৎসকদেরকে এই কৃতিত্ব অবশ্যই দিতে হবে।’

অনুষ্ঠানে নর্থ আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ব্যক্তি পর্যায়ে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে দুপুর আড়াইটায় শাহবাগের বারডেম হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত আরেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সামন্ত লাল সেন। 

এ সময় তিনি বলেন, পৃথিবীব্যাপী ডায়াবেটিস বাড়ছে। প্রতি বছর ৭০ লাখ করে নতুন রোগী তৈরি হচ্ছে। বাংলাদেশেও ডায়াবেটিস আক্রান্তের হার দিন দিন বাড়ছে। বাংলাদেশে এখন প্রায় ১ কোটি ৩০ লাখ ডায়াবেটিস রোগী আছে। ২০৩৫ সাল নাগাদ এই সংখ্যা ২ কোটি ২০ লাখ হতে পারে। এর বাইরেও দেশের ৫০ ভাগ মানুষ জানেই না তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। এ জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সবাইকে সচেতন হতে হবে, শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস করতে হবে। 

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক একে আজাদের সভাপতিত্বে সভায় সমিতির মহাসচিব অধ্যাপক মো. সাইফুদ্দিন, ডা. অরূপ রতনসহ অনেকে বক্তব্য দেন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত