Ajker Patrika

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ক্যাটা-দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে ডেঙ্গু রোগী হাজাল ছাড়ল। আর এ সময় নতুন করে রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬০ জন। এদের মধ্যে ঢাকায় ৪০ জন এবং বাইরে ২০ জন। আগেরদিন রোগী ভর্তি হয়েছিলেন ৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ৫৯ জন এবং বাইরে ছিল ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৭৬ জন। আগেরদিন ছিল ২৯৯ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১২ জন এবং বাইরে ৬৪ জন। আগেরদিন ছিল ২৩৫ জন এবং বাইরে ছিল ৬৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৫ দিনে এক হাজার ১১৭ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। আর জুনে মৃত্যু হয়েছিল একজনের। এ নিয়ে মোট মারা গেলেন সাতজন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সোমবার ২৫ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন দুই হাজার ২০৬ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় এক হাজার ৮৭৭ জন এবং বাইরে ৩২৯ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে এক হাজার ৯২৩ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৬৬২ জন এবং বাইরে ২৬১ জন। মোট মৃত্যু হয়েছে ৭ জনের। এদের মধ্যে চলতি মাসে ছয়জন ও গত মাসে ছিল একজন।

কীটতত্ত্ববিদদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত