Ajker Patrika

বাজারে কোথাও নেই ‘তেল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২২, ১৫: ১৯
বাজারে কোথাও নেই ‘তেল’

বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না ভোজ্য তেল। গতকাল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩৮ টাকা বৃদ্ধির ঘোষণার পর রাজধানীর কিছু এলাকায় পাম ওয়েল পাওয়া গেলেও খুচরা বাজারে তেল নেই। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের দোকানগুলোতে খোঁজ করে দেখা যায়, কোনো তেল নেই।

ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা ঈদের আগে তেলের সর্বশেষ চালান পেয়েছেন। ঈদের আগের দিন থেকে আর তেল পাওয়া যাচ্ছে না। তাঁদের স্টকেও তেল নেই বলে জানান। 

কারওয়ান বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোথাও তেল নাই। আপনারা যেমন আমাদের কাছে খোঁজেন, আমরাও তো পাইকারদের কাছে খুঁজি। তাদের কাছেও নাই। তেল আমদানি কম হচ্ছে। যা হচ্ছে তাও খুব কম।’

আরেক ব্যবসায়ী সুলতান আহমেদ বলেন, ‘ঈদের কয়েক দিন আগে ১০০ লিটার নিছিলাম। সেটা ঈদের আগেই শেষ। এর পরে তো আর পাই নাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামলে তেলের দাম কমব না। সয়াবিন বেশির ভাগই ঐদিক থেকে আসে। ঐদিকে ঝামেলা মনে হয় সহজে থামবে না। সরকার ভ্যাট-ট্যাক্স কমাইলে কিছুটা কমত, পাওয়া যাইত। কিন্তু তা তো সরকার করব না। সামনে তেলের দাম আরও বাড়তে পারে।’

রমজানের শুরু থেকেই বাড়ছে তেলের দাম। গতকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও বৃদ্ধি করা হলো তেলের দাম। নতুন দর অনুযায়ী, ১৪০ টাকার খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৮০ টাকায়, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৩৮ থেকে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৮ টাকায় খুচরা বিক্রি করা হবে। ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা। ১৩০ টাকার পাম ওয়েল প্রতি লিটার বিক্রি হবে ১৭০ টাকায়। এই হিসাবে তেলের দাম প্রায় ২৫ থেকে ২৮ শতাংশ বেড়েছে। 

খিলগাঁও বাজারে তেল খুঁজছিলেন আব্বাস আলী। কোথাও তেল নেই জানিয়ে তিনি বলেন, ‘১৮০ টাকা দিয়ে এক কেজি পাম ওয়েল কিনেছি। কোথাও সয়াবিন পেলাম না। কয়েকটা দোকানে ঘুরলাম। অনেক দোকানে ৫ লিটারের তেল আছে, কিন্তু ঐটার সঙ্গে নুড্‌লস, সেমাই বা দুধের প্যাকেট কিনতে হয়। সেগুলোর দামও ৩০০-৪০০ টাকা। সেগুলো ছাড়া শুধু তেল বেচবে না। আমরা তো একেবারেই জিম্মি হয়ে গেলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত