Ajker Patrika

বাংলাদেশিদের ই-মেডিকেল ভিসা দেবে ভারত

আপডেট : ২২ জুন ২০২৪, ১৮: ২০
বাংলাদেশিদের ই-মেডিকেল ভিসা দেবে ভারত

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত। আর উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার জন্য রংপুরে নতুন সহকারী হাইকমিশন খোলা হবে। আজ শনিবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে দেশটির নরেন্দ্র মোদি এসব ঘোষণা দেন।

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আমি ক্রিকেট বিশ্বকাপে আজকের (২২ জুন) ম্যাচের জন্য ভারত ও বাংলাদেশ—উভয় দলকে শুভকামনা জানাই। ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’

আজ বিকেলে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে মোদি এসব কথা বলেন। হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তাঁকে ভারতের রাষ্ট্রপতি ভবনে উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। সফরে নতুন ৭টিসহ মোট ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত