Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন: নৌকার হাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩: ৩৮
আচরণবিধি লঙ্ঘন: নৌকার হাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকারদলীয় সংসদ সদস্য ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আব্দুল হাই, তাঁর সমর্থকসহ আটজনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার রাতে ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে ঢুকে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনার বিষয়ে মামলা করার নির্দেশনা দেওয়া হয়। 

আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল হাই ছাড়াও যাঁদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে, তারা হলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকু শিকদার, শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্যা, একই উপজেলার ফুলহরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান, ভাঙ্গুরা উপজেলার মন্ডতোষ ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু, ফরিদপুর-১ আসনের সেলিমুজ্জামান লিটু।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে নির্বাচন ভবনে ডেকে শুনানি করেছে কমিশন। সোমবার শুনানি করা হলেও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি কমিশন। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত