Ajker Patrika

হিরো আলমকে নিয়ে টুইট: জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে ঢাকার অসন্তোষ প্রকাশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২৩, ২২: ১৬
হিরো আলমকে নিয়ে টুইট: জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে ঢাকার অসন্তোষ প্রকাশ

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা নিয়ে টুইট করায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে (আরসি) তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার তাঁকে তলব করে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। 

আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ছুটিতে বাংলাদেশের বাইরে থাকায় তাঁর পক্ষে উপস্থিত হন ভারপ্রাপ্ত আরসি ও ইউনিসেফ ঢাকা অফিসের আবাসিক পরিচালক শেলডন ইয়েট। 

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম আবাসিক প্রতিনিধির টুইটের বিষয়ে সরকারের অসন্তোষের কথা জানান। জাতিসংঘের কর্মকর্তাকে বলা হয়, ‘বৈশ্বিক এই সংস্থাটি বাংলাদেশের উন্নয়ন সহযোগী। সংস্থার কর্মকর্তাদের এখানে রাজনীতিতে মাথা ঘামানো উচিত নয়।’
 
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে। 

উপনির্বাচনের দিন রাজধানীর বনানীতে একটি ভোটকেন্দ্রে হিরো আলমের ওপর হামলার পর গত মঙ্গলবার গোয়েন লুইস এক টুইটে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, মৌলিক মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে এক বৈঠকেও তিনি বিষয়টি তোলেন। 

ঢাকায় ১২ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতেরাও পরে একই বিষয়ে যৌথ বিবৃতি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত