নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনার টিকা এবং চিকিৎসা বিষয়ক টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫% মানুষকে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৮ শতাংশ এবং বরাদ্দ দেওয়া হয়েছে ৭ শতাংশ মানুষকে। করোনার পরীক্ষা করা হয়েছে দেড় কোটি মানুষকে। হাসপাতালে কোভিড ডেডিকেট শয্যা ছিল ২০ হাজার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ায় সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। টিআইবি একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে যা সঠিক নয়।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে টিকা কেন্দ্র ছিল স্থায়ী ৭৫০টি এবং অস্থায়ী ১ লাখ ৪০ হাজার অথচ টিআইবি ১০৫ টি টিকা কেন্দ্রের তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। তাও টেলিফোনে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে তারা। যা মোটেও সঠিক নয়।’
টিআইবি প্রতিবেদনে উল্লেখ করেছে ৪০ লাখ ষাটোর্ধ্ব মানুষ টিকা পায়নি, প্রতিবেদনটির এই তথ্য সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েছে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন দিতে গিয়ে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে সরকারের ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা। সাড়ে ৯ কোটি ভ্যাকসিন বাংলাদেশ সরকার বিনামূল্যে পেয়েছে। এখন বাংলাদেশের অনেক টিকা মজুত আছে। এ সমস্ত টিকা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে যারা অটি কম পেয়েছে।’
টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনার টিকা এবং চিকিৎসা বিষয়ক টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫% মানুষকে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৮ শতাংশ এবং বরাদ্দ দেওয়া হয়েছে ৭ শতাংশ মানুষকে। করোনার পরীক্ষা করা হয়েছে দেড় কোটি মানুষকে। হাসপাতালে কোভিড ডেডিকেট শয্যা ছিল ২০ হাজার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ায় সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। টিআইবি একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে যা সঠিক নয়।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে টিকা কেন্দ্র ছিল স্থায়ী ৭৫০টি এবং অস্থায়ী ১ লাখ ৪০ হাজার অথচ টিআইবি ১০৫ টি টিকা কেন্দ্রের তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। তাও টেলিফোনে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে তারা। যা মোটেও সঠিক নয়।’
টিআইবি প্রতিবেদনে উল্লেখ করেছে ৪০ লাখ ষাটোর্ধ্ব মানুষ টিকা পায়নি, প্রতিবেদনটির এই তথ্য সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েছে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন দিতে গিয়ে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে সরকারের ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা। সাড়ে ৯ কোটি ভ্যাকসিন বাংলাদেশ সরকার বিনামূল্যে পেয়েছে। এখন বাংলাদেশের অনেক টিকা মজুত আছে। এ সমস্ত টিকা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে যারা অটি কম পেয়েছে।’
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
৪ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৪ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৪ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৫ ঘণ্টা আগে