নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনার টিকা এবং চিকিৎসা বিষয়ক টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫% মানুষকে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৮ শতাংশ এবং বরাদ্দ দেওয়া হয়েছে ৭ শতাংশ মানুষকে। করোনার পরীক্ষা করা হয়েছে দেড় কোটি মানুষকে। হাসপাতালে কোভিড ডেডিকেট শয্যা ছিল ২০ হাজার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ায় সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। টিআইবি একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে যা সঠিক নয়।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে টিকা কেন্দ্র ছিল স্থায়ী ৭৫০টি এবং অস্থায়ী ১ লাখ ৪০ হাজার অথচ টিআইবি ১০৫ টি টিকা কেন্দ্রের তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। তাও টেলিফোনে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে তারা। যা মোটেও সঠিক নয়।’
টিআইবি প্রতিবেদনে উল্লেখ করেছে ৪০ লাখ ষাটোর্ধ্ব মানুষ টিকা পায়নি, প্রতিবেদনটির এই তথ্য সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েছে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন দিতে গিয়ে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে সরকারের ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা। সাড়ে ৯ কোটি ভ্যাকসিন বাংলাদেশ সরকার বিনামূল্যে পেয়েছে। এখন বাংলাদেশের অনেক টিকা মজুত আছে। এ সমস্ত টিকা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে যারা অটি কম পেয়েছে।’
টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনার টিকা এবং চিকিৎসা বিষয়ক টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫% মানুষকে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৮ শতাংশ এবং বরাদ্দ দেওয়া হয়েছে ৭ শতাংশ মানুষকে। করোনার পরীক্ষা করা হয়েছে দেড় কোটি মানুষকে। হাসপাতালে কোভিড ডেডিকেট শয্যা ছিল ২০ হাজার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ায় সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। টিআইবি একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে যা সঠিক নয়।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে টিকা কেন্দ্র ছিল স্থায়ী ৭৫০টি এবং অস্থায়ী ১ লাখ ৪০ হাজার অথচ টিআইবি ১০৫ টি টিকা কেন্দ্রের তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। তাও টেলিফোনে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে তারা। যা মোটেও সঠিক নয়।’
টিআইবি প্রতিবেদনে উল্লেখ করেছে ৪০ লাখ ষাটোর্ধ্ব মানুষ টিকা পায়নি, প্রতিবেদনটির এই তথ্য সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েছে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন দিতে গিয়ে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে সরকারের ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা। সাড়ে ৯ কোটি ভ্যাকসিন বাংলাদেশ সরকার বিনামূল্যে পেয়েছে। এখন বাংলাদেশের অনেক টিকা মজুত আছে। এ সমস্ত টিকা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে যারা অটি কম পেয়েছে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
১০ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১০ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১৪ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১৫ ঘণ্টা আগে