Ajker Patrika

৪৩ দেশের সিইসিকে আমন্ত্রণ জানাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৩ দেশের সিইসিকে আমন্ত্রণ জানাচ্ছে ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশ্বের ৪৩টি দেশের নির্বাচন কমিশনকে (ইসি) আমন্ত্রণ জানানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আমন্ত্রণ পাঠানো হবে।

আজ বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘এই বিষয়ে কমিশনের নথি উপস্থাপন করা হয়েছে। ইসি যাদের আমন্ত্রণ জানাবে তাঁরা নিজ খরচে বাংলাদেশ পর্যন্ত আসবেন। এ দেশে পৌঁছানোর পর নির্বাচনের দিনসহ তিন দিন তাঁদের থাকা, খাওয়াসহ যাবতীয় খরচ কমিশন বহন করবেন।’ 

ইসির মুখপাত্র নির্ধারণ 
সিইসি ও নির্বাচন কমিশনারদের মধ্য থেকে গণমাধ্যমে কে বক্তব্য দেবেন তা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করেছে ইসি সচিবালয়। এতে সব নির্বাচন কমিশনার মতামত দিলে শিগগিরই এ সংক্রান্ত অফিস আদেশ জারি হতে পারে। ওই আদেশ জারি হলে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সচিব শুধুমাত্র গণমাধ্যমে বক্তব্য দেবেন। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, বিধিমালায় বলা আছে—নির্বাচন কমিশনের পক্ষে সচিব মুখপাত্র হিসেবে কাজ করবেন। সেখানে নির্বাচন কমিশনারদের গণমাধ্যমে বক্তব্য দেওয়ার বিষয়ে কিছু বলা নেই। তবে নির্বাচন কমিশনাররা বিচ্ছিন্নভাবে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় কমিশনের ভেতর ও বাইরে ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত