Ajker Patrika

মেয়েদের চাকরির বয়সসীমা ২ বছর বেশি বাড়ানোর সুপারিশ যেসব কারণে

বিশেষ প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১১: ৫১
মেয়েদের চাকরির বয়সসীমা ২ বছর বেশি বাড়ানোর সুপারিশ যেসব কারণে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নারী ও পুরুষের জন্য কেন আলাদা আলাদা করার সুপারিশ করা হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছেন এ-সংক্রান্ত কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ঘর-সংসার সামলে চাকরিতে নারীরা যাতে আরেকটু সুবিধা পান, সে জন্য এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সচিবালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সবার জন্য ৩৫ বছর এবং শুধু নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছে তাঁদের কমিটি।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। কারণ, ছেলেদের মতো মেয়েদের ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অবলিগেশনস থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চাকাচ্চা হয়। তাই তাঁরা যেন আসতে পারেন। এ ছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু এখনো অতটা ফুলফিল হয় না। সে জন্য আমরা এই সুপারিশ দিয়েছি, যেন নারীরা এই সুবিধাটা পান।’

মুয়ীদ চৌধুরী বলেন, চাকরিতে প্রবেশের বয়স নির্ধারণে সরকারকে সুপারিশ দেওয়ার আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থানও পর্যালোচনা করেছেন। বিভিন্ন দেশে যে বয়সসীমা আছে, সেটার সঙ্গে তাঁদের সুপারিশ সংগতিপূর্ণ হয়েছে। কাজেই বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা কিছু নয়।

চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কমিটি কোনো সুপারিশ করেনি জানিয়ে মুয়ীদ চৌধুরী বলেন, ‘যাদের বিষয়ে সুপারিশ করলাম, তারা চাকরি করে অবসরে আসতে অনেক সময় লাগে। এর মধ্যে অনেক কিছু চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিতে পারবে।’

এদিকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে গতকাল শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল চাকরিপ্রত্যাশী। এ বিষয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

এ ছাড়া সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত