নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও চারজনই আসেননি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমদ চৌধুরী। আর বৈঠকে অংশ না নেওয়া চারজন হলেন ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।
বৈঠক শেষে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আমরা বলেছি যোগ্যতার ভিত্তিতে যেন নারী ও সংখ্যালঘু থেকে একজন করে কমিশনার নিয়োগ হয়। যোগ্যতার ভিত্তিতে সব পেশার লোকজন নিয়ে একটি ভারসাম্যমূলক নির্বাচন কমিশন তৈরি হয়। কোনো একটি পেশার ওপর যাতে জোর দেওয়া না হয়। যাঁদের নাম এসেছে তাঁদের সম্পর্কে খোঁজ নেওয়া দরকার। জানা দরকার, কোনো সুবিধা নিতে তাঁরা রাজনৈতিক ভোল পাল্টেছেন কি না। কোনো আর্থিক কেলেঙ্কারি আছে কি না।’
গতকাল নাম প্রকাশ করা উচিত হয়নি উল্লেখ করে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘এখানে অনেকেই আছেন তাঁরা নিজেরাই জানেন না তাঁদের নাম প্রস্তাব করা হয়েছে। তালিকায় নাম দেখে হয়তো তাঁরা খুশি হয়েছেন কিন্তু যদি তাঁরা নির্বাচিত না হন তখন তাঁরা বিব্রতকর অবস্থায় পড়বেন।’
বৈঠক শেষে নঈম নিজাম বলেন, ‘যিনি সর্বজন গ্রহণযোগ্য এবং যাঁকে নিয়ে বিতর্ক হবে না এমন ব্যক্তিদের নাম যেন রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হয়।’
এর আগে গত শনি ও রোববার তিন দফায় দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে আগামী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন তাঁরা। বৈঠকগুলোতে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন অনুপস্থিত ছিলেন।
এরই মধ্যে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে সার্চ কমিটির কাছে যে নামগুলো এসেছে তা প্রকাশ করা হয়। সার্চ কমিটির পক্ষ থেকে ৩২২ জনের কথা বলা হলেও সেখানে ছয়জনের নাম দুইবার করে ছিল। নাম প্রস্তাবে আমলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সার্চ কমিটি চাইলে এই প্রস্তাবের বাইরে থেকেও রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করতে পারবে বলে জানা গেছে।
সার্চ কমিটি সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য একেকটি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকে একজনকে সিইসি ও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হলেও চারজনই আসেননি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমদ চৌধুরী। আর বৈঠকে অংশ না নেওয়া চারজন হলেন ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।
বৈঠক শেষে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আমরা বলেছি যোগ্যতার ভিত্তিতে যেন নারী ও সংখ্যালঘু থেকে একজন করে কমিশনার নিয়োগ হয়। যোগ্যতার ভিত্তিতে সব পেশার লোকজন নিয়ে একটি ভারসাম্যমূলক নির্বাচন কমিশন তৈরি হয়। কোনো একটি পেশার ওপর যাতে জোর দেওয়া না হয়। যাঁদের নাম এসেছে তাঁদের সম্পর্কে খোঁজ নেওয়া দরকার। জানা দরকার, কোনো সুবিধা নিতে তাঁরা রাজনৈতিক ভোল পাল্টেছেন কি না। কোনো আর্থিক কেলেঙ্কারি আছে কি না।’
গতকাল নাম প্রকাশ করা উচিত হয়নি উল্লেখ করে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘এখানে অনেকেই আছেন তাঁরা নিজেরাই জানেন না তাঁদের নাম প্রস্তাব করা হয়েছে। তালিকায় নাম দেখে হয়তো তাঁরা খুশি হয়েছেন কিন্তু যদি তাঁরা নির্বাচিত না হন তখন তাঁরা বিব্রতকর অবস্থায় পড়বেন।’
বৈঠক শেষে নঈম নিজাম বলেন, ‘যিনি সর্বজন গ্রহণযোগ্য এবং যাঁকে নিয়ে বিতর্ক হবে না এমন ব্যক্তিদের নাম যেন রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হয়।’
এর আগে গত শনি ও রোববার তিন দফায় দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে আগামী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন তাঁরা। বৈঠকগুলোতে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন অনুপস্থিত ছিলেন।
এরই মধ্যে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে সার্চ কমিটির কাছে যে নামগুলো এসেছে তা প্রকাশ করা হয়। সার্চ কমিটির পক্ষ থেকে ৩২২ জনের কথা বলা হলেও সেখানে ছয়জনের নাম দুইবার করে ছিল। নাম প্রস্তাবে আমলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সার্চ কমিটি চাইলে এই প্রস্তাবের বাইরে থেকেও রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করতে পারবে বলে জানা গেছে।
সার্চ কমিটি সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য একেকটি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকে একজনকে সিইসি ও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের পরবর্তী পর্ব আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (২২শে আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএফ।
৮ মিনিট আগেসেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সভাপতি করে সশস্ত্র বাহিনী বিভাগ নয় সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
৩ ঘণ্টা আগেমিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার টম অ্যান্ড্রুস গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় সামনে আনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।
৪ ঘণ্টা আগেসক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
১২ ঘণ্টা আগে