Ajker Patrika

রাজধানীতে কমিউনিটি ভিত্তিক পরিবহন ব্যবস্থা চালুর চিন্তা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কমিউনিটি ভিত্তিক পরিবহন ব্যবস্থা চালুর চিন্তা

ঢাকা: ঢাকার যানজট দিনদিনই বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন সড়কে যানজট লেগেই থাকে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন রাজধানীবাসী। অসহনীয় যানজটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আজ শুক্রবার এক ভার্চুয়াল সভায় যানজট কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার রাকিবুর রহমান। 

খন্দকার রাকিবুর রহমান বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হবে। সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট হয়তো পুরোপুরি কমবে। তাছাড়া রাজধানীতে কমিউনিটি বেজ ট্রান্সপোর্টেশনের বিষয়টি চিন্তা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে রোড সেফটির জন্য টেকনিক্যাল প্রজেক্ট নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকায় মেট্রোরেল চালু হলে যানজট কিছুটা কমে আসবে। মেট্রোরেলের পাশাপাশি যদি উন্নত মানের বাস সার্ভিস চালু করা যায় তাহলে রিকশাসহ অন্যান্য যানবাহন অন্যত্র সরিয়ে নেওয়া যাবে। এতে যানজট কমবে। কারণ সুষ্ঠু পরিবহন ব্যবস্থার ওপর যানজটের অবস্থা নির্ভর করে।   

সুষ্ঠু পরিবহন ব্যবস্থা এবং উন্নত দ্রুতগামী গণপরিবহনের সুযোগ সৃষ্টি করতে না পারলে যানজট কমিয়ে আনা সম্ভব হবে না, জানিয়ে খন্দকার রাকিবুর রহমান বলেন, বর্তমানে উত্তরা-গাজীপুর রোডের যানজটের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এই রুটে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। বৃষ্টির কারণে এই সড়কে যানজটে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। 

ডিটিসিএর আইনের কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে খন্দকার রাকিবুর রহমান বলেন, আইন সংশোধনের জন্য ডিটিসিএ আইন বিধিমালার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে এই খসড়া প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাছাড়া পথচারী নিরাপত্তা সংক্রান্ত একটা গাইডলাইন করতে যাচ্ছি আমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত