নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং উৎপাদনব্যবস্থা স্বাভাবিক রাখতে অফিস সময় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যাতে দিনের আলোটাকে কাজে লাগাতে পারি, সে জন্য অফিস সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এ নিয়ম চালু রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সারা বিশ্বই সংকটের মধ্যে পড়েছে।’ সংকট থেকে উত্তরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফরহাদ হোসেন বলেন, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই অফিসে যোগদান করেছেন। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্রাফিক জ্যাম যাতে এড়িয়ে চলা যায় সে জন্য এ ব্যবস্থা।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও যাতে অযথা একটি ফ্যান বা লাইট না জ্বলে থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যেখানে চারটি লাইট রয়েছে, যদি তিনটি বন্ধ করে কাজ চালানো যায়, সেটি করতে হবে। এই সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সারা দেশে বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হবে কি না—এ প্রসঙ্গে জানতে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চলমান রয়েছে।’
অফিস সময় কমে যাওয়ায় সেবা ব্যাহত হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত প্রতিটি অফিসেই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি রয়েছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ে সবাই কাজকর্ম সম্পন্ন করবেন বলে আশা করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং উৎপাদনব্যবস্থা স্বাভাবিক রাখতে অফিস সময় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যাতে দিনের আলোটাকে কাজে লাগাতে পারি, সে জন্য অফিস সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এ নিয়ম চালু রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সারা বিশ্বই সংকটের মধ্যে পড়েছে।’ সংকট থেকে উত্তরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফরহাদ হোসেন বলেন, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই অফিসে যোগদান করেছেন। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্রাফিক জ্যাম যাতে এড়িয়ে চলা যায় সে জন্য এ ব্যবস্থা।
প্রতিমন্ত্রী বলেন, কোথাও যাতে অযথা একটি ফ্যান বা লাইট না জ্বলে থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যেখানে চারটি লাইট রয়েছে, যদি তিনটি বন্ধ করে কাজ চালানো যায়, সেটি করতে হবে। এই সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সারা দেশে বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হবে কি না—এ প্রসঙ্গে জানতে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চলমান রয়েছে।’
অফিস সময় কমে যাওয়ায় সেবা ব্যাহত হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত প্রতিটি অফিসেই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি রয়েছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ে সবাই কাজকর্ম সম্পন্ন করবেন বলে আশা করেন তিনি।
সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বৈদেশিক সম্পর্কের নানা দিক সামাল দেওয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর দপ্তর মনে করছে, অন্তর্বর্তী সরকারের ধরন এবং সরকারপ্রধানের কাজের যে বৈচিত্র্য ও গতি, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তাল-লয় ঠিক রেখে চলতে পারছে না...
৭ ঘণ্টা আগেসর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এখন থেকে কোনো চাঁদাদাতা ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাঁর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তোলার সুযোগ পাবেন; এটি প্রথমবারের মতো চালু হলো। পাশাপাশি প্রবাস ও প্রগতি স্কিমে মাসিক...
৭ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) চারটি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুলেট গতিতে। সকালে ৩ হাজার ১০৫ জন চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশে এমন গতি, ডিআইএ কর্তৃপক্ষ প্রশ্নপত্র প্রণয়ন করায় এবং খাতা মূল্যায়নের...
৭ ঘণ্টা আগেযমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার (১৪ মে) যমুনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের পর তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এই আহ্বান জানান। উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আপনারা যেন আন্দোলন...
৯ ঘণ্টা আগে