নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ২০০৭ ও ২০২৪ সালে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে দাবি করেছেন দেশটির কূটনৈতিক বিশ্লেষক জন ড্যানিলুইৎজ। আজ সোমবার ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) এক সেমিনারে তিনি এ দাবি করেন।
বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের সাবেক প্রধান জন ড্যানিলুইৎজ বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন শুরু হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র জড়িত ছিল—এমন প্রচার বিগত সরকারের লোকেরা করে থাকে। আসলে একটি একটি কল্পকাহিনী (মিথ)।
জন ড্যানি লুইৎজের দাবি, অভিযোগটি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা তিনি কথা বলেছেন। কিন্তু এর কোনো প্রমাণ পাননি। যাঁরা এ প্রচারটি করে থাকেন, তাঁদের অভিযোগটির প্রমাণ দিতেও বলা হয়েছে। কিন্তু তাঁরাও প্রমাণ হাজির করতে পারেনি। বরং যুক্তরাষ্ট্র যে সাম্প্রতিক পরিবর্তনে যুক্ত ছিল না, তার প্রমাণ মিলেছে। কী প্রমাণ তা অবশ্য তিনি বলেননি।
বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) ‘যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষিতে জুলাই বিপ্লবের তাৎপর্য: পেছন ফিরে দেখা, সামনে এগিয়ে চলা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
জন ড্যানিলুইৎজ বলেন, অনেকে মনে করেন ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। আসলে এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। পরের দুই বছরের ঘটনাপ্রবাহে দেখা যায়, তখনকার সিদ্ধান্তগুলো নিয়েছে তদানীন্তন সেনা নেতৃত্ব।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসআইপিজির জ্যেষ্ঠ গবেষণা ফেলো ও জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ সুফিউর রহমান। তিনি গত জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থান কীভাবে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলবে, সে বিষয়ের আলোচনায় ২০০৭–২০০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের উল্লেখ করেন।
এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন এসআইপিজি পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হক ও অধ্যাপক এম শহীদুজ্জামানসহ অন্যরা।
বাংলাদেশে ২০০৭ ও ২০২৪ সালে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে দাবি করেছেন দেশটির কূটনৈতিক বিশ্লেষক জন ড্যানিলুইৎজ। আজ সোমবার ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) এক সেমিনারে তিনি এ দাবি করেন।
বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের সাবেক প্রধান জন ড্যানিলুইৎজ বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন শুরু হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র জড়িত ছিল—এমন প্রচার বিগত সরকারের লোকেরা করে থাকে। আসলে একটি একটি কল্পকাহিনী (মিথ)।
জন ড্যানি লুইৎজের দাবি, অভিযোগটি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা তিনি কথা বলেছেন। কিন্তু এর কোনো প্রমাণ পাননি। যাঁরা এ প্রচারটি করে থাকেন, তাঁদের অভিযোগটির প্রমাণ দিতেও বলা হয়েছে। কিন্তু তাঁরাও প্রমাণ হাজির করতে পারেনি। বরং যুক্তরাষ্ট্র যে সাম্প্রতিক পরিবর্তনে যুক্ত ছিল না, তার প্রমাণ মিলেছে। কী প্রমাণ তা অবশ্য তিনি বলেননি।
বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) ‘যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষিতে জুলাই বিপ্লবের তাৎপর্য: পেছন ফিরে দেখা, সামনে এগিয়ে চলা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
জন ড্যানিলুইৎজ বলেন, অনেকে মনে করেন ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। আসলে এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। পরের দুই বছরের ঘটনাপ্রবাহে দেখা যায়, তখনকার সিদ্ধান্তগুলো নিয়েছে তদানীন্তন সেনা নেতৃত্ব।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসআইপিজির জ্যেষ্ঠ গবেষণা ফেলো ও জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ সুফিউর রহমান। তিনি গত জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থান কীভাবে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলবে, সে বিষয়ের আলোচনায় ২০০৭–২০০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের উল্লেখ করেন।
এনএসইউ উপাচার্য আবদুল হান্নান চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন এসআইপিজি পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হক ও অধ্যাপক এম শহীদুজ্জামানসহ অন্যরা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৬ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৯ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১০ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৭ ঘণ্টা আগে