Ajker Patrika

আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি না আসলে আগামী পাঁচ বছরের জন্য চূড়ান্তভাবে নিবন্ধন দেবে কমিশন।

এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি আপত্তি থাকলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসি সচিবের কাছে আবেদন করতে হবে। আজ সোমবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।

এ বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, দ্বিতীয়বার ১৪ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পর নির্ধারিত সময়ের মধ্যে ১৪৯টি আবেদন ইসিতে জমা পড়েছিল। ইসির যুগ্ম-সচিবের (আইন) নেতৃত্বে সাত সদস্যের যাচাই-বাছাই কমিটি প্রাথমিক বাছাই করে। সেখানে ৩৭টি সংস্থার আবেদন সঠিক পাওয়া যায়। পরবর্তীতে অধিকতর বাছাইয়ে দেখা যায় আটটি সংস্থা নিবন্ধন শর্ত পূরণ করতে পারেনি। তাই সবকিছু ঠিক থাকায় বাকি ২৯টি সংস্থাকে নিবন্ধন দিতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কোনো সংস্থার বিরুদ্ধে দাবি-আপত্তি জমা পড়লে কমিশন সেগুলো শুনানি করে সিদ্ধান্ত দেবে। আর যদি কোনো দাবি-আপত্তি জমা না পড়ে তাহলে এগুলোকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়া হবে।

সেই ২৯ পর্যবেক্ষক সংস্থা হলো—ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর-ডরপ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নীড-স্রাবন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরভি, তরফ সরতাজ শান্তি সংঘ (টিএসএস), পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মনি সোসাইটি, অগ্রগতি সেবা সংস্থা (অসেস), আল-কুরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন ফর দি নীডি (ভন), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থ সামাজিক কেন্দ্র।

ইতিমধ্যে প্রথম ধাপে বিজ্ঞপ্তিতে আসা আবেদন থেকে ৬৭টি দেশি পর্যবেক্ষক সংস্থা ইসির নিবন্ধন পেয়েছে। সংখ্যায় কম হওয়ায় পুনরায় আবেদন চেয়ে দ্বিতীয়বার গণবিজ্ঞপ্তি জারি করে ইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত