সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন গণমাধ্যমে মুখ খোলেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। চলমান এ টানাপোড়েনের মধ্যেই আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা সরিয়ে দেওয়া হয়।
প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান হিসেবে বোর্ড সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।
সূত্র জানায়, ওয়াসার বিভিন্ন ইস্যু নিয়ে এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। এরপরই তাকসিম এ খান চেয়ারম্যানকে জড়িয়ে নানা অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পত্র দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলেন উভয়পক্ষই। দীর্ঘ সময় ধরে ঢাকা ওয়াসার নির্বাহী প্রধানের চেয়ারে অবস্থান করে কার্যত ওয়াসা বোর্ডকে অকার্যকর করে রাখার যে চেষ্টা তাই উঠে আসে প্রকৌশলী গোলাম মোস্তফার অভিযোগে। এসব অভিযোগ মন্ত্রণালয় তদন্ত করার আগেই অভিযোগকারীকে সরিয়ে দেওয়া হলো।
সূত্র জানায়, আগামী অক্টোবর পর্যন্ত চেয়ারম্যান পদে থাকার কথা ছিল গোলাম মোস্তফার। এ মেয়াদের আগেও ২০০৯-১২ মেয়াদে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা।
এ বিষয়ে কথা বলার জন্য প্রকৌশলী গোলাম মোস্তফার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ড. গোলাম মোস্তফাকে সরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলার জন্য স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব (পানি সরবরাহ) মো. খায়রুল ইসলাম, যুগ্ম সচিব জসিম উদ্দিন (পানি সরবরাহ) ও উপসচিব (পানি সরবরাহ) মো. আকবর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে কেউ ধরেননি।
সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন গণমাধ্যমে মুখ খোলেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। চলমান এ টানাপোড়েনের মধ্যেই আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা সরিয়ে দেওয়া হয়।
প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান হিসেবে বোর্ড সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।
সূত্র জানায়, ওয়াসার বিভিন্ন ইস্যু নিয়ে এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। এরপরই তাকসিম এ খান চেয়ারম্যানকে জড়িয়ে নানা অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পত্র দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলেন উভয়পক্ষই। দীর্ঘ সময় ধরে ঢাকা ওয়াসার নির্বাহী প্রধানের চেয়ারে অবস্থান করে কার্যত ওয়াসা বোর্ডকে অকার্যকর করে রাখার যে চেষ্টা তাই উঠে আসে প্রকৌশলী গোলাম মোস্তফার অভিযোগে। এসব অভিযোগ মন্ত্রণালয় তদন্ত করার আগেই অভিযোগকারীকে সরিয়ে দেওয়া হলো।
সূত্র জানায়, আগামী অক্টোবর পর্যন্ত চেয়ারম্যান পদে থাকার কথা ছিল গোলাম মোস্তফার। এ মেয়াদের আগেও ২০০৯-১২ মেয়াদে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা।
এ বিষয়ে কথা বলার জন্য প্রকৌশলী গোলাম মোস্তফার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ড. গোলাম মোস্তফাকে সরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলার জন্য স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব (পানি সরবরাহ) মো. খায়রুল ইসলাম, যুগ্ম সচিব জসিম উদ্দিন (পানি সরবরাহ) ও উপসচিব (পানি সরবরাহ) মো. আকবর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে কেউ ধরেননি।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৯ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১১ ঘণ্টা আগে