অনলাইন ডেস্ক
রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে খতনা করানোর সময় শিশুর পুরুষাঙ্গ ছিদ্র করে ফেলার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই শিশুর মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ ছাড়া ওই শিশুর মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত বছরের ২৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগে বলা হয়—ইসমাইলের বয়স দুই বছর। ছেলের প্রস্রাবের সমস্যা হওয়ায় ডা. মো. মিজানুর রহমানের চেম্বারে নিয়ে গেলে তিনি মুসলমানি করার পরামর্শ দিয়ে পদ্মা হাসপাতালে যোগাযোগ করতে বলেন। ২০২৩ সালের ১৫ মার্চ পদ্মা হাসপাতালে ডা. মিজানুর রহমান শিশুর খতনা করেন। পরবর্তীতে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার পর দেখা যায়, প্রস্রাবের রাস্তার পেছনে নিচের দিকে ছিদ্র আছে। বিষয়টি চিকিৎসককে জানালে প্রস্রাবের রাস্তায় পাইপ দিয়ে দেন।
এ দিকে ছেলের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছরের ১৬ মার্চ সে কমিটি প্রতিবেদন দেন। কিন্তু তা প্রকাশ করা হয়নি। এ অবস্থায় শিশুর মা হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।
আইনজীবী তানভীর আহমেদ বলেন, শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়েছে। আর পরবর্তীতে আদেশের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে খতনা করানোর সময় শিশুর পুরুষাঙ্গ ছিদ্র করে ফেলার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই শিশুর মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ ছাড়া ওই শিশুর মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত বছরের ২৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগে বলা হয়—ইসমাইলের বয়স দুই বছর। ছেলের প্রস্রাবের সমস্যা হওয়ায় ডা. মো. মিজানুর রহমানের চেম্বারে নিয়ে গেলে তিনি মুসলমানি করার পরামর্শ দিয়ে পদ্মা হাসপাতালে যোগাযোগ করতে বলেন। ২০২৩ সালের ১৫ মার্চ পদ্মা হাসপাতালে ডা. মিজানুর রহমান শিশুর খতনা করেন। পরবর্তীতে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার পর দেখা যায়, প্রস্রাবের রাস্তার পেছনে নিচের দিকে ছিদ্র আছে। বিষয়টি চিকিৎসককে জানালে প্রস্রাবের রাস্তায় পাইপ দিয়ে দেন।
এ দিকে ছেলের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন ওই শিশুর মা কুলসুম বেগম। অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছরের ১৬ মার্চ সে কমিটি প্রতিবেদন দেন। কিন্তু তা প্রকাশ করা হয়নি। এ অবস্থায় শিশুর মা হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।
আইনজীবী তানভীর আহমেদ বলেন, শিশুর চিকিৎসায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়েছে। আর পরবর্তীতে আদেশের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্ক বরাবরই চড়াই-উতরাইয়ের। এর মধ্যে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে এ সম্পর্ক টিকে ছিল সুতোর ওপর। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নিলে দেশটির চিরবৈরী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গতি আনতে সক্রিয় হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ শনিবার। উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের (সিডিপিএল) পরিচালক প্রকৌশলী আমিনুল হক বলেন, তেল পরিবহনে শতাধিক
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১৬ ঘণ্টা আগে