Ajker Patrika

দুই ডোজের ব্যবধান কমানো যায় কিনা, দেখতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৯: ০৪
দুই ডোজের ব্যবধান কমানো যায় কিনা, দেখতে বললেন প্রধানমন্ত্রী

প্রথম ডোজ নেওয়ার পর করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ব্যবধান কমানো যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, টিকার দ্বিতীয় ডোজের সময় ১৫ বা ২০ দিন করা যায় কিনা প্রধানমন্ত্রী তা দেখতে বলেছেন। যদি সম্ভব হয় আমরা সেটাও করব। অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে এখন কারিগরি কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাপ করে সেই সিদ্ধান্ত নেব। 

মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা এক মাসের ব্যবধানে দুটি ডোজ দিচ্ছি। অনেক দেশে দেখা যাচ্ছে আরও কম সময়ে দ্বিতীয় ডোজ দিচ্ছে। সেই বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। টেকনিক্যাল সাইড দেখে কম সময়ের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা তা দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।’ 

মন্ত্রিপরিষদ সচিব জানান, টিকা পাওয়া গেলে দ্রুত কীভাবে তা কলকারখানার শ্রমিকদের আলাদা কর্মসূচির মাধ্যমে দেওয়া যায় সে বিষয়েও মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, শুধু কারখানার শ্রমিকেরা নয়, তাঁদের পরিবারসহ টিকা দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রীও কনফার্ম করেছেন, উনি এটা দেখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত