Ajker Patrika

শ্রীলঙ্কায় বাংলাদেশিরা নিরাপদ আছে: বাংলাদেশ হাইকমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কায় বাংলাদেশিরা নিরাপদ আছে: বাংলাদেশ হাইকমিশনার 

সংঘাতসংকুল শ্রীলঙ্কায় প্রায় আড়াই শ বাংলাদেশি আছেন। তাঁদের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কান মালিকানাধীন বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিকের কাজে আছেন কমপক্ষে ২০০ ব্যক্তি। এ ছাড়া আছেন প্রায় ৪০ জন পেশাজীবী, যারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁরা সবাই গতকাল বুধবার পর্যন্ত নিরাপদ আছেন বলে জানিয়েছেন কলম্বোয় বাংলাদেশের হাইকমিশনার তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম।

 শ্রীলঙ্কা-প্রবাসী বাংলাদেশি কেমন আছেন জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বুধবার রাতে বলেন, ‘এখনো অসুবিধা হচ্ছে না। কারফিউ আছে। তবে সহিংসতা কমে এসেছে। এর মধ্যেই বাংলাদেশের মানুষদের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ করা হচ্ছে। দুটি টেলিফোন হটলাইন নম্বর দেওয়া আছে। খোঁজখবর রাখা হচ্ছে। তাঁরা তেমন কোন সমস্যায় নেই।’ 

নির্মাণ শ্রমিকেরা প্রধানত ডরমিটরিতে থাকেন এবং যার যার কোম্পানির ব্যবস্থাপনায় তাঁরা কর্মস্থলে যাতায়াত করেন জানিয়ে তিনি বলেন, ‘নিজে নিজে বের হয়ে কোনো পরিস্থিতিতে না পড়লে অসুবিধা হওয়ার কথা নয়।’ 

তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন খোলা আছে। শ্রীলঙ্কানদের ভিসা দেওয়া হচ্ছে। তবে জ্বালানি সংকট আছে বলে কাজ-কর্মে কিছু অসুবিধা হয়। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি আছে বলে কয়েক ঘণ্টা লোডশেডিং হয়। মাঝে মাঝে গাড়ি ও জেনারেটর চালানোর তেল পেতে সমস্যা হলে কাজে বিঘ্ন ঘটে। 

সামনের দিনগুলোয় জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে কী হবে, সে ব্যাপারে কিছু অনিশ্চয়তা আছে জানান হাইকমিশনার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত