Ajker Patrika

শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের গুঞ্জন

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২০: ৪২
শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের গুঞ্জন

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে রয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোথায় আশ্রয় নেবেন সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে এরই মধ্যে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। 

ভারত ও বাংলাদেশের একাধিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। তবে সেগুলো সব অনির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এসেছে। ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বার্তা সংস্থা ইউএনবি বলছে, আজ মঙ্গলবার সাংবাদিকরা যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ অন্যদের ভিসা স্ট্যাটাস জানতে চান।

জবাবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ভিসার তথ্য রেকর্ড অতি গোপনীয়। তাই ব্যক্তির ভিসার বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করি না।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে গণবিক্ষোভের মুখে গতকাল সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি আপাতত ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা যে আর দেশে ফিরছেন না, তা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। তাই তিনি কোথায় আশ্রয় নেবেন, এ নিয়ে আলোচনা চলছে।

শেখ হাসিনার বড় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কি না তা স্পষ্ট নয়।

শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা নিয়েও আলোচনা চলছে। সেখানে তাঁর বোন শেখ রেহানা ও ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক থাকেন। তবে ব্রিটেনের কাছে আশ্রয় অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত