নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিজয় দিবস এবং জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে র্যাব।
আজ বুধবার দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
এএসপি ইমরান খান জানান, আগামীকাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপিত হবে। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় প্যারেড স্কয়ার, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা বলায় সাজিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব কর্তৃক জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সারা দেশে র্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও পোশাকে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড ও র্যাব বোম্ব স্কোয়াড দ্বারা সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিভিআইপি ও ভিআইপি এবং বিদেশি কুটনৈতিক মিশনের কর্তব্যরত ব্যক্তিদের চলাচলের স্থানসহ জনসমাগম হওয়া সম্ভাবনা রয়েছে এমন স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকাসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ও ক্রাইম সিন ভ্যানকে কৌশলগত স্থানে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার কাজে নিয়োগ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স ও র্যাবের এয়ার উইং এর হেলিকপ্টার প্রস্তুত হয়েছে।
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে অরাজকতা সৃষ্টির উচ্ছেদে হামলা ও নাশকতার ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি ও সাইবার নজরদারির মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিজয় দিবস এবং জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে র্যাব।
আজ বুধবার দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান।
এএসপি ইমরান খান জানান, আগামীকাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপিত হবে। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় প্যারেড স্কয়ার, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা বলায় সাজিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব কর্তৃক জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সারা দেশে র্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও পোশাকে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড ও র্যাব বোম্ব স্কোয়াড দ্বারা সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিভিআইপি ও ভিআইপি এবং বিদেশি কুটনৈতিক মিশনের কর্তব্যরত ব্যক্তিদের চলাচলের স্থানসহ জনসমাগম হওয়া সম্ভাবনা রয়েছে এমন স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকাসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ও ক্রাইম সিন ভ্যানকে কৌশলগত স্থানে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার কাজে নিয়োগ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স ও র্যাবের এয়ার উইং এর হেলিকপ্টার প্রস্তুত হয়েছে।
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে অরাজকতা সৃষ্টির উচ্ছেদে হামলা ও নাশকতার ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি ও সাইবার নজরদারির মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
ভারতের উত্তর–পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিমান) একটি ফ্লাইটকে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
৮ ঘণ্টা আগে