Ajker Patrika

পুলিশের ১১ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের ১১ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর বিষয়টি জানিয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ফরিদপুর, একই সার্কেলের মো. নাজিম উদ্দিনকে খাগড়াছড়ির রামগর সার্কেলে, সুনামগঞ্জ সদর সার্কেলের পারভেজ আলম চৌধুরীকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের কীর্তিমান চাকমাকে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, কুষ্টিয়া সদর সার্কেলের মো. রাজিবুল ইসলামকে রাজশাহীর পুঠিয়া সার্কেলে, পাবনা সদর সার্কেলের মো. জিন্নাহ আলম মামুনকে দিনাজপুর সদর সার্কেলে, একই সার্কেলের মো. রেজওয়ানুল ইসলামকে সিরাজগঞ্জ সদর সার্কেলে, নওগাঁর সদর সার্কেলের সাবিনা ইয়াসমিনকে বগুড়া ৪র্থ এপিবিএন, বগুড়ার সদর সার্কেলের হেলেনা আকতারকে একই জেলার পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, ঝালকাঠীর সদর সার্কেলের শংকর কুমার দাসকে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবং নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামানকে বরিশাল মহানগর অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ৪ অক্টোবর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আগামী ৫ই অক্টোবর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত