Ajker Patrika

যশোর-৪ আসনে আওয়ামী লীগের বাবুলের প্রার্থিতা বাতিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬: ১২
যশোর-৪ আসনে আওয়ামী লীগের বাবুলের প্রার্থিতা বাতিল 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে প্রার্থিতা হারালেন যশোর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা বাতিল চাওয়া আবেদন মঞ্জুর করে কমিশন। চতুর্থ দিনের মতো আপিলের শুনানি চলছে।

একই আসনের আরেক প্রার্থী সুকৃতি কুমার মন্ডল বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন।

শুনানি শেষে বের হয়ে এনামুল হকের আইনজীবী হারুনুর রশিদ খান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।

শুনানির প্রথম দিন গত রোববার ৫৬ জন, দ্বিতীয় দিন গত সোমবার ৫১ জন এবং তৃতীয় দিন মঙ্গলবার ৬১ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ৭৩১টি। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৬১টি আপিল আবেদন জমা পড়ে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত