ঢাবি প্রতিনিধি
লেখাপড়া রেখে মোবাইলে মনোনিবেশ জাতির জন্য এলার্মিং। এ জন্য রাত ১২টার পর ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত বলে মত দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুআ) ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং। আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘কানেকটিভিটি বা টেকনোলজি প্রয়োজন। কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা দরকার।...এই সমস্ত যন্ত্রের মাধ্যমে কীভাবে মিথ্যাচার, অপপ্রচার চলে। এগুলো যদি নিয়ন্ত্রণ না থাকে, এ দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে।’
বিদেশের বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জানান মন্ত্রী।
ডুআর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মো. আবু কাউসারের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন—বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ডুআ’র সাবেক সভাপতি মঞ্জুরে এলাহী প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উপাচার্য বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অ্যালামনাইরা এবং শিক্ষক গবেষক বিশ্ববিদ্যালয়ের মৌলিক ও প্রায়োগিক গবেষণাসহ উদ্ভাবন ও উদ্যোক্তামুখী নানারকম কর্মপ্রয়াস গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা রাখি।’ বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সাংসদ আরমা দত্ত, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের সাবেক শিক্ষার্থীরা।
ইভান শাহরিয়ার সোপানের নেতৃত্বে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি। সন্ধ্যায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
লেখাপড়া রেখে মোবাইলে মনোনিবেশ জাতির জন্য এলার্মিং। এ জন্য রাত ১২টার পর ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত বলে মত দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুআ) ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং। আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘কানেকটিভিটি বা টেকনোলজি প্রয়োজন। কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা দরকার।...এই সমস্ত যন্ত্রের মাধ্যমে কীভাবে মিথ্যাচার, অপপ্রচার চলে। এগুলো যদি নিয়ন্ত্রণ না থাকে, এ দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে।’
বিদেশের বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জানান মন্ত্রী।
ডুআর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মো. আবু কাউসারের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন—বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ডুআ’র সাবেক সভাপতি মঞ্জুরে এলাহী প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উপাচার্য বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অ্যালামনাইরা এবং শিক্ষক গবেষক বিশ্ববিদ্যালয়ের মৌলিক ও প্রায়োগিক গবেষণাসহ উদ্ভাবন ও উদ্যোক্তামুখী নানারকম কর্মপ্রয়াস গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা রাখি।’ বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সাংসদ আরমা দত্ত, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের সাবেক শিক্ষার্থীরা।
ইভান শাহরিয়ার সোপানের নেতৃত্বে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি। সন্ধ্যায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যবাজারে জায়গা করে নিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার কুয়ালালামপুরে এক হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলছে। মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে...
১ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের মাধ্যমে শাসনব্যবস্থায় পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে। দেশের ২০২৪ সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার–বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেনোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
২ ঘণ্টা আগে