Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন ৫ নভেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৫: ২৮
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন ৫ নভেম্বর 

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনে আগামী ৫ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে জাহাংগীর বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, মনোনয়ন বাছাই ১২ অক্টোবর, প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।’

গত ৩০ সেপ্টেম্বর বিএনপি থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত আব্দুস সাত্তার ভূঞা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। ৩০ সেপ্টেম্বর শূন্য হওয়ায় এ দুই আসনে ২৮ ডিসেম্বরের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা ছিল।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১ নভেম্বর। আর নির্বাচন করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তফসিল দিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত