নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন কোনোমতেই ব্যাহত না হয়। আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলাম, করোনা, যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের কিছুটা থমকে দাঁড়াতে হয়েছে, এটা ঠিক। কিন্তু এই অবস্থা অতিক্রম করে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করব।’
আজ শনিবার ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদ্যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।
শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা আমাদের যোগাযোগব্যবস্থা উন্নত করেছি, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি প্রতি ঘরে ঘরে, যদিও এখন ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।’
সবাইকে সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘এখন সারা বিশ্বেই খাদ্যাভাব। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উন্নত দেশগুলোর কথা বলছি। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কথা আমি বলছি। সেই ক্ষেত্রে আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে। সঞ্চয় করতে হবে, যাতে করে এই অভিঘাত থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করা যায়, সেই ব্যবস্থাটা নিতে হবে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার কারণে বিশ্বব্যাপী প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার ধাক্কাটা আমাদের দেশে এসেও পড়েছে। মূল্যস্ফীতির কারণে সব দেশ হিমশিম খাচ্ছে। প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করেই তাদের চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে এবং সেটা মানুষের জন্য।’
শেখ হাসিনা বলেন, ‘সার, তেল, ভোজ্যতেল কিনতে হচ্ছে উচ্চমূল্যে। পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। সে দিকে লক্ষ্য রেখে আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে।’
চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যারা যুবসমাজ, শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কাজ করতে পারে। খামার তৈরি করতে পারে। আমি তো অর্থনীতি অঞ্চল করছি, সেখানে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প তৈরি করা, যেটা আমাদের নিজেদের দেশের চাহিদা মেটাবে। আমরা বিদেশেও পাঠাতে পারব। এই ক্রান্তিকালীন সময়ে এ ব্যাপারে সবাইকে আরও কাজ করতে হবে।’
সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের সার্বিক উন্নয়নে সমবায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন কোনোমতেই ব্যাহত না হয়। আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলাম, করোনা, যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের কিছুটা থমকে দাঁড়াতে হয়েছে, এটা ঠিক। কিন্তু এই অবস্থা অতিক্রম করে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করব।’
আজ শনিবার ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদ্যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।
শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা আমাদের যোগাযোগব্যবস্থা উন্নত করেছি, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি প্রতি ঘরে ঘরে, যদিও এখন ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।’
সবাইকে সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘এখন সারা বিশ্বেই খাদ্যাভাব। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উন্নত দেশগুলোর কথা বলছি। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কথা আমি বলছি। সেই ক্ষেত্রে আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে। সঞ্চয় করতে হবে, যাতে করে এই অভিঘাত থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করা যায়, সেই ব্যবস্থাটা নিতে হবে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার কারণে বিশ্বব্যাপী প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার ধাক্কাটা আমাদের দেশে এসেও পড়েছে। মূল্যস্ফীতির কারণে সব দেশ হিমশিম খাচ্ছে। প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করেই তাদের চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে এবং সেটা মানুষের জন্য।’
শেখ হাসিনা বলেন, ‘সার, তেল, ভোজ্যতেল কিনতে হচ্ছে উচ্চমূল্যে। পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। সে দিকে লক্ষ্য রেখে আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে।’
চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যারা যুবসমাজ, শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কাজ করতে পারে। খামার তৈরি করতে পারে। আমি তো অর্থনীতি অঞ্চল করছি, সেখানে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প তৈরি করা, যেটা আমাদের নিজেদের দেশের চাহিদা মেটাবে। আমরা বিদেশেও পাঠাতে পারব। এই ক্রান্তিকালীন সময়ে এ ব্যাপারে সবাইকে আরও কাজ করতে হবে।’
সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের সার্বিক উন্নয়নে সমবায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি শঙ্কামুক্ত আছেন।
২ ঘণ্টা আগেকিছুদিন আগে একটি মিশনে যোগ দেওয়া মিশন প্রধান জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই অনেক মিশন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। সাবধানতা হিসেবে কোনো কোনো মিশন রাষ্ট্রপতির ছবিও নামিয়ে ফেলে।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
১৩ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
১৩ ঘণ্টা আগে