নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। সরকারের নতুন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সচিবালয়ে কর্মরতরা। সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মরত আনোয়ারা বেগম জানান, ‘গাড়ি ধরার জন্য ব্যস্ত থাকায় সকালের নাশতা তৈরি করা হয়নি। দুপুরের খাবার রান্না করা হয়নি।’ মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত রুকসানা জানান, ‘সময়টা ভালোই হয়েছে বিকেলে পর্যাপ্ত সময় পাওয়া যাবে।’
অর্থ বিভাগের কর্মরত মাসুদ জানান, ‘সকালের অফিসটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসতে কোনো সমস্যা হয়নি, যানবাহন খুব সহজে পাওয়া গেছে। রাস্তায় কোনো যানজট ছিল না।’
পরিবর্তিত এই অফিস সময়ে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা বেশির ভাগই সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে যাদের ভোরে ওঠার অভ্যাস রয়েছে তাঁদের জন্য এ সময়টা খুবই ভালো হয়েছে বলে জানান অনেকে।
কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী বলছেন যে, ‘আমরা সরকার যা করবে তা মানতে বাধ্য’। অনেকে সাধুবাদ জানালেও কেউ কেউ অসুবিধার কথা জানান। স্কুলে বাচ্চাকে দিয়ে আসার জন্য একটু দেরি হয়েছে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে নতুন নিয়মে অফিস চলবে। নতুন নিয়মে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। এর মধ্যে দেশের ব্যাংক খাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। সরকারের নতুন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সচিবালয়ে কর্মরতরা। সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মরত আনোয়ারা বেগম জানান, ‘গাড়ি ধরার জন্য ব্যস্ত থাকায় সকালের নাশতা তৈরি করা হয়নি। দুপুরের খাবার রান্না করা হয়নি।’ মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত রুকসানা জানান, ‘সময়টা ভালোই হয়েছে বিকেলে পর্যাপ্ত সময় পাওয়া যাবে।’
অর্থ বিভাগের কর্মরত মাসুদ জানান, ‘সকালের অফিসটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসতে কোনো সমস্যা হয়নি, যানবাহন খুব সহজে পাওয়া গেছে। রাস্তায় কোনো যানজট ছিল না।’
পরিবর্তিত এই অফিস সময়ে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা বেশির ভাগই সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে যাদের ভোরে ওঠার অভ্যাস রয়েছে তাঁদের জন্য এ সময়টা খুবই ভালো হয়েছে বলে জানান অনেকে।
কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী বলছেন যে, ‘আমরা সরকার যা করবে তা মানতে বাধ্য’। অনেকে সাধুবাদ জানালেও কেউ কেউ অসুবিধার কথা জানান। স্কুলে বাচ্চাকে দিয়ে আসার জন্য একটু দেরি হয়েছে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে নতুন নিয়মে অফিস চলবে। নতুন নিয়মে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। এর মধ্যে দেশের ব্যাংক খাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৬ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৯ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১০ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৬ ঘণ্টা আগে