কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে চাপ দেওয়ার পরিবর্তে বাংলাদেশের পশ্চিমা বন্ধুরা দেশটির সঙ্গে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রত্যাবাসনে সহায়ক পরিবেশ তৈরিতে চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা ক্রইসিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন: ওয়াট ইজ টুবি ডান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস পত্রিকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও অধ্যাপক দেলোয়ার হোসেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন।
মিয়ানমার বাংলাদেশের শত্রু নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী। রোহিঙ্গাদের ফেরত নিতে একমত হয়েছিল মিয়ানমার। আমরা শুধু জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে কি-না। আর এর জন্য তিনটি চুক্তি করেছি, যাতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে রাজি হয়েছে মিয়ানমার। সেই সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরিতেও রাজি হয়েছে। মিয়ানমার তাদের কথা রাখেনি।’
মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে রোহিঙ্গাদের গণহত্যা শুরু হয়েছে। কোনো দেশ এগিয়ে আসেনি তাদের উদ্ধার করতে। এ ক্ষেত্রে বাংলাদেশ উদারতা দেখিয়েছে। বহু পশ্চিমা দেশ মানবিক দিক থেকে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। আর এ দেশগুলোর মধ্যে কিছু দেশের মিয়ানমারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। বিশ্ব ও মানবতার নেতৃবৃন্দ যারা শক্ত ভাবে জাতিগত নিধন ও গণহত্যার বিরুদ্ধে, তারা ক্রমাগত মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে পশ্চিমাদের ব্যবসার মাত্রা দেখলে দেখা যায় যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য গত ৪ বছরে ৩ গুন থেকে বেড়ে ১৫ গুনে গিয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তাদের অনেক সদস্য রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা চালিয়ে যাচ্ছে।’
আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, তখন তাদের ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন চাপ ছিল উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘পূর্বে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল। চীন মিয়ানমারের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।’ এ ছাড়া বাংলাদেশের অন্যান্য পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো মিয়ানমারকে চাপ দেওয়ার পরিবর্তে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
প্রত্যাবাসনে রোহিঙ্গাদের বিশ্বাস বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের নেতৃত্বে থাকা রাষ্ট্রগুলো, যারা মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা করছে, যেমন চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসতে বলেন তিনি। মিয়ানমারের সহায়ক পরিবেশ তৈরি করা এ দেশগুলোর দায়িত্ব।’
এ সময় এম সাখওয়াত হোসেন বলেন, ‘সাধারণত পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। যদি অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা থাকে, তবে তা মিয়ানমারের জন্য বড় ধরনের ধাক্কা হবে। কারণ অন্যান্য দেশ অস্ত্র বিক্রি করলেও তার অর্থ বিনিময় করতে পারবে না।’
ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অঞ্চলের প্রধান শক্তিধর দেশগুলো চীন, ভারত এবং জাপানকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো ভূমিকা রাখতে সংযুক্ত করতে হবে। এ দেশগুলো প্রধান ভূমিকা পালন করতে পারে।’
মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে চাপ দেওয়ার পরিবর্তে বাংলাদেশের পশ্চিমা বন্ধুরা দেশটির সঙ্গে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রত্যাবাসনে সহায়ক পরিবেশ তৈরিতে চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা ক্রইসিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন: ওয়াট ইজ টুবি ডান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস পত্রিকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও অধ্যাপক দেলোয়ার হোসেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন।
মিয়ানমার বাংলাদেশের শত্রু নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী। রোহিঙ্গাদের ফেরত নিতে একমত হয়েছিল মিয়ানমার। আমরা শুধু জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে কি-না। আর এর জন্য তিনটি চুক্তি করেছি, যাতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে রাজি হয়েছে মিয়ানমার। সেই সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরিতেও রাজি হয়েছে। মিয়ানমার তাদের কথা রাখেনি।’
মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে রোহিঙ্গাদের গণহত্যা শুরু হয়েছে। কোনো দেশ এগিয়ে আসেনি তাদের উদ্ধার করতে। এ ক্ষেত্রে বাংলাদেশ উদারতা দেখিয়েছে। বহু পশ্চিমা দেশ মানবিক দিক থেকে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। আর এ দেশগুলোর মধ্যে কিছু দেশের মিয়ানমারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। বিশ্ব ও মানবতার নেতৃবৃন্দ যারা শক্ত ভাবে জাতিগত নিধন ও গণহত্যার বিরুদ্ধে, তারা ক্রমাগত মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে পশ্চিমাদের ব্যবসার মাত্রা দেখলে দেখা যায় যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য গত ৪ বছরে ৩ গুন থেকে বেড়ে ১৫ গুনে গিয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তাদের অনেক সদস্য রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা চালিয়ে যাচ্ছে।’
আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, তখন তাদের ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন চাপ ছিল উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘পূর্বে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল। চীন মিয়ানমারের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।’ এ ছাড়া বাংলাদেশের অন্যান্য পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো মিয়ানমারকে চাপ দেওয়ার পরিবর্তে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
প্রত্যাবাসনে রোহিঙ্গাদের বিশ্বাস বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের নেতৃত্বে থাকা রাষ্ট্রগুলো, যারা মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা করছে, যেমন চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসতে বলেন তিনি। মিয়ানমারের সহায়ক পরিবেশ তৈরি করা এ দেশগুলোর দায়িত্ব।’
এ সময় এম সাখওয়াত হোসেন বলেন, ‘সাধারণত পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। যদি অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা থাকে, তবে তা মিয়ানমারের জন্য বড় ধরনের ধাক্কা হবে। কারণ অন্যান্য দেশ অস্ত্র বিক্রি করলেও তার অর্থ বিনিময় করতে পারবে না।’
ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অঞ্চলের প্রধান শক্তিধর দেশগুলো চীন, ভারত এবং জাপানকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো ভূমিকা রাখতে সংযুক্ত করতে হবে। এ দেশগুলো প্রধান ভূমিকা পালন করতে পারে।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়।
২৬ মিনিট আগেসাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের তদন্ত কার্যক্রম শুরু করেন।
৩৭ মিনিট আগেনরসিংদীর হাড়িদোয়া নদীর দখলদার ও দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নানা মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, যার বিচার আন্তর
৪ ঘণ্টা আগে