নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
দেশের বিভিন্ন অঞ্চলে জলাতঙ্ক রোগ প্রতিরোধের সরকারি টিকার (র্যাবিক্স-ভিসি) সংকট দেখা দিয়েছে। ফলে প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার ব্যক্তিদের নিজের টাকায় টিকা কিনতে হচ্ছে। জানা গেছে, কেন্দ্রীয়ভাবে সরকারের কাছে মজুত টিকা চলতি মে মাসেই শেষ হচ্ছে। বেশির ভাগ জেলা-উপজেলায় স্বল্পসংখ্যক টিকা রাখা হয়েছে...
৫ ঘণ্টা আগেবাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দেশটিতে ফেরত পাঠাতে একটি ত্রিপক্ষীয় উদ্যোগের সূচনা করেছিল চীন। চীন এ উদ্যোগ স্থগিত করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল বৃহস্পতিবার ঢাকায় এ কথা জানান।
৫ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ (কিরণ) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারে মানুষের অংশগ্রহণ নিশ্চিতে জরিপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রাথমিকভাবে হাউসহোল্ড (খানা) জরিপ ও অনলাইন জরিপ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন সিদ্ধ
১১ ঘণ্টা আগে