নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল...
৭ ঘণ্টা আগেআপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়।
১১ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
১১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
১২ ঘণ্টা আগে