অতীতের অন্যান্য প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বা অংশীদারি চুক্তির চেয়ে এবারের পিএসসি আকর্ষণীয় হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্রে বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে মনে করছে পেট্রোবাংলা। বঙ্গোপসাগরের ২৪টি ব্লকে ডাকা তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলন দরপত্রের পর আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ডাকা সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল রোববার বঙ্গোপসাগরের অগভীর ৯টি এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লকে তেল, গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। আন্তর্জাতিক ৫৫টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে বলে মনে ধারণা তাদের।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি এবারের দরপত্রে ব্যাপক সাড়া মিলবে। ব্রেন্ট ত্রুড অয়েলের (অপরিশোধিত তেল) সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করাটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে। বেশ কিছু বিষয় যুক্ত করে দরপত্রকে বিদেশিদের জন্য আকর্ষণীয় করা হয়েছে। যারা আগ্রহী তাদের জন্য ৪ বছরের সার্ভে করার সুযোগ রাখা হয়েছে। এরপর তারা অনুসন্ধানে যেতে আবার সময় নেবে।’
তিনি আরও বলেন, ‘যারা এত দিন আগ্রহ দেখিয়েছিল, তারা এগিয়ে আসবে বলে আশা করছি। সমালোচনা যারা করেন তাদের মুখে ছাই দিয়ে আমরা আর্থিক ব্যবস্থাপনার ওপর একটি ইতিবাচক জায়গা দেখাতে পেরেছি। এই যাত্রা যে শুরু হলো, তা যেন সাফল্যমণ্ডিত হয় সে আশা করেছি।’
এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বহু প্রতীক্ষার পর তেল গ্যাস অনুসন্ধানের প্রাথমিক কাজ আজ থেকে শুরু হলো। ২৪টি ব্লকে আমরা ব্রিডিং শুরু করছি। আমরা চাচ্ছি সারা বিশ্বের বিখ্যাত ও অভিজ্ঞ কোম্পানি যেন এতে অংশ নেয়। ২০১৬ সালে এই কাজ শুরু করেছিলাম। মাল্টিক্লায়েন্ট সার্ভে করতে আমাদের তিন বছর চলে গেছে। ১৩ হাজার বর্গ কিলোমিটারের তথ্য এখন আমাদের হাতে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রতিযোগিতামূলকভাবে এই ব্রিডিং অনুষ্ঠিত হবে বলে আশা করছি। রমজানের পরে প্রি বিড মিটিং হবে। সেখানে আগ্রহী কোম্পানিগুলো অংশ নেবে বলে আশা করছি।’
সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব নুরুল আলম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন।
অতীতের অন্যান্য প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বা অংশীদারি চুক্তির চেয়ে এবারের পিএসসি আকর্ষণীয় হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্রে বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে মনে করছে পেট্রোবাংলা। বঙ্গোপসাগরের ২৪টি ব্লকে ডাকা তেল-গ্যাস অনুসন্ধান উত্তোলন দরপত্রের পর আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ডাকা সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল রোববার বঙ্গোপসাগরের অগভীর ৯টি এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লকে তেল, গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। আন্তর্জাতিক ৫৫টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে বলে মনে ধারণা তাদের।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি এবারের দরপত্রে ব্যাপক সাড়া মিলবে। ব্রেন্ট ত্রুড অয়েলের (অপরিশোধিত তেল) সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করাটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে। বেশ কিছু বিষয় যুক্ত করে দরপত্রকে বিদেশিদের জন্য আকর্ষণীয় করা হয়েছে। যারা আগ্রহী তাদের জন্য ৪ বছরের সার্ভে করার সুযোগ রাখা হয়েছে। এরপর তারা অনুসন্ধানে যেতে আবার সময় নেবে।’
তিনি আরও বলেন, ‘যারা এত দিন আগ্রহ দেখিয়েছিল, তারা এগিয়ে আসবে বলে আশা করছি। সমালোচনা যারা করেন তাদের মুখে ছাই দিয়ে আমরা আর্থিক ব্যবস্থাপনার ওপর একটি ইতিবাচক জায়গা দেখাতে পেরেছি। এই যাত্রা যে শুরু হলো, তা যেন সাফল্যমণ্ডিত হয় সে আশা করেছি।’
এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বহু প্রতীক্ষার পর তেল গ্যাস অনুসন্ধানের প্রাথমিক কাজ আজ থেকে শুরু হলো। ২৪টি ব্লকে আমরা ব্রিডিং শুরু করছি। আমরা চাচ্ছি সারা বিশ্বের বিখ্যাত ও অভিজ্ঞ কোম্পানি যেন এতে অংশ নেয়। ২০১৬ সালে এই কাজ শুরু করেছিলাম। মাল্টিক্লায়েন্ট সার্ভে করতে আমাদের তিন বছর চলে গেছে। ১৩ হাজার বর্গ কিলোমিটারের তথ্য এখন আমাদের হাতে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রতিযোগিতামূলকভাবে এই ব্রিডিং অনুষ্ঠিত হবে বলে আশা করছি। রমজানের পরে প্রি বিড মিটিং হবে। সেখানে আগ্রহী কোম্পানিগুলো অংশ নেবে বলে আশা করছি।’
সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব নুরুল আলম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৩০ মিনিট আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের স্বাস্থ্য খাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, চীন সব সময় বাংলাদেশের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু হিসেবে দুর্যোগ ও সংকটময় সময়ে সহায়তার হাত বাড়িয়ে দ
৪ ঘণ্টা আগে