Ajker Patrika

আমরা কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৭: ৫৩
আমরা কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না: সিইসি

দেশের রাজনীতি কখনো নির্বাচন কমিশন (ইসি) নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনী সহিংসতার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ভোটের লড়াই প্রতিদ্বন্দ্বিতামূলক হলেই মারামারি হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে গণফোরামের সঙ্গে সংলাপ চলাকালে এ মন্তব্য করেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন হাড্ডাহাড্ডি যখন হয়, তখন ভোটের শেষে একটা মারামারি হয়। কালকেও হয়েছে, একটা বাচ্চা মারা গেছ।’ 
 
গতকাল বুধবার সারা দেশে পৌরসভা, উপজেলা পরিষদসহ ৬৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। ভোট শেষে নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভোটকে সুষ্ঠু ভোট দাবি করলেও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপির ভোটের ফল ঘোষণার পর পুলিশের গুলিতে এক শিশুর মৃত্যু হয়। 

সিইসি বলেন, ‘আমি রাত ১০টায় ফোন করেছি ডিসি-এসপিকে, ঘটনাটা কী হলো। ইলেকশনটা শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে যাওয়ার পরই মেম্বার পপ্রার্থীরা একজনের ওপর হামলা করে বসে।’ 
 
হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের এক সহকর্মী প্রায়ই বলে থাকেন, আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে। আমি ইলেকশন করব, কিন্তু আমাকে জিততেই হবে। মানে হারতে যে হতে পারে, এটা কেউ মেনে নিচ্ছে না। এই মনস্তাত্ত্বিক একটা দৈন্য আমাদের মধ্যে আছে। এই সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে একটা সংকট থেকে যাবে।’ 

রাজনৈতিক দলগুলো অনেক বড় উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ‘দেশের রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। আমরা কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ভোটের বক্স, একজন ভোটার গিয়ে ওখানে কাগজটা ফেলবে দায়িত্বটা সীমিত।’ 
 
দেশের রাজনীতির সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটাকে ধারণ করা, লালন করা, উন্নত করার দায়িত্ব আপনাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত