মো. হুমায়ূন কবীর, ঢাকা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্রবাসীদের সঙ্গেও অনলাইন সভা করবে কমিশন।
আর ২২টি দল ও জোটকে লিখিত মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছে সংস্কার কমিশন। তবে আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো এবং জাতীয় পার্টিকে (জাপা) চিঠি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগামীকাল শনিবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে সভার মাধ্যমে মতবিনিময় কর্মসূচি শুরু হবে সংস্কার কমিশনের। পুরো নভেম্বর মাস চলবে এসব সভা।
এ ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের কাজটি কারিগরি, সুপারিশ করা কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আমরা তাদের (রাজনৈতিক দল) কাছ থেকে সুপারিশ পাওয়ার চেষ্টা করছি।’
এদিকে অনলাইনে সব মহলের মতামত দেওয়ার শেষ সময় ছিল আজ শুক্রবার। তবে এ সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংস্কার কমিশনের সদস্য শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন আজকের পত্রিকাকে বলেন, মতামত দেওয়ার সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত কী রকম মতামত এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘১৩ নভেম্বর পর্যন্ত বেশি কমেন্টস পেয়েছি ওয়েবসাইটে, ৩৬৪টি। ই-মেইলে পেয়েছি ১৭১টি, ফেসবুক পেজে ২৯৪টি ও ফেসবুক মেসেঞ্জারে ৬৭টি কমেন্টস পেয়েছি।’
মীর নাদিয়া নিভিন বলেন, সবচেয়ে বেশি মতামত এসেছে নির্বাচনীব্যবস্থাসংক্রান্ত বিষয়ে। এরপর সংবিধান ও নির্বাচনী আইনসংক্রান্ত, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রার্থীর যোগ্যতাসংক্রান্ত মতামত এসেছে। আলোচিত আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে-বিপক্ষে ছাড়াও অনেক ধরনের মতামত এসেছে বলে জানান তিনি।
প্রবাসীদের অনলাইন সভা ২৪ নভেম্বর
নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রবাসী বাংলাদেশিদের মতামত নিতে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ ২৪ নভেম্বর সকাল ১০টায় (বাংলাদেশ সময়) অনলাইন সভা করবে। এতে প্রতিটি দেশ থেকে দুজন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। সভায় অংশগ্রহণে আগ্রহীদের ২০ নভেম্বরে মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ফেসবুক পেজে থাকা ফরম পূরণ করতে হবে।
ইতিমধ্যে সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনার সঙ্গে বৈঠক করেছে। আর পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগের প্রতিনিধি ও ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে সংস্কার কমিশন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্রবাসীদের সঙ্গেও অনলাইন সভা করবে কমিশন।
আর ২২টি দল ও জোটকে লিখিত মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছে সংস্কার কমিশন। তবে আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো এবং জাতীয় পার্টিকে (জাপা) চিঠি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগামীকাল শনিবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে সভার মাধ্যমে মতবিনিময় কর্মসূচি শুরু হবে সংস্কার কমিশনের। পুরো নভেম্বর মাস চলবে এসব সভা।
এ ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের কাজটি কারিগরি, সুপারিশ করা কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আমরা তাদের (রাজনৈতিক দল) কাছ থেকে সুপারিশ পাওয়ার চেষ্টা করছি।’
এদিকে অনলাইনে সব মহলের মতামত দেওয়ার শেষ সময় ছিল আজ শুক্রবার। তবে এ সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংস্কার কমিশনের সদস্য শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন আজকের পত্রিকাকে বলেন, মতামত দেওয়ার সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত কী রকম মতামত এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘১৩ নভেম্বর পর্যন্ত বেশি কমেন্টস পেয়েছি ওয়েবসাইটে, ৩৬৪টি। ই-মেইলে পেয়েছি ১৭১টি, ফেসবুক পেজে ২৯৪টি ও ফেসবুক মেসেঞ্জারে ৬৭টি কমেন্টস পেয়েছি।’
মীর নাদিয়া নিভিন বলেন, সবচেয়ে বেশি মতামত এসেছে নির্বাচনীব্যবস্থাসংক্রান্ত বিষয়ে। এরপর সংবিধান ও নির্বাচনী আইনসংক্রান্ত, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রার্থীর যোগ্যতাসংক্রান্ত মতামত এসেছে। আলোচিত আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে-বিপক্ষে ছাড়াও অনেক ধরনের মতামত এসেছে বলে জানান তিনি।
প্রবাসীদের অনলাইন সভা ২৪ নভেম্বর
নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রবাসী বাংলাদেশিদের মতামত নিতে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ ২৪ নভেম্বর সকাল ১০টায় (বাংলাদেশ সময়) অনলাইন সভা করবে। এতে প্রতিটি দেশ থেকে দুজন অংশগ্রহণকারীকে নির্বাচন করা হবে। সভায় অংশগ্রহণে আগ্রহীদের ২০ নভেম্বরে মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ফেসবুক পেজে থাকা ফরম পূরণ করতে হবে।
ইতিমধ্যে সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনার সঙ্গে বৈঠক করেছে। আর পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগের প্রতিনিধি ও ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে সংস্কার কমিশন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৯ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১১ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১২ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৯ ঘণ্টা আগে