নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন আপিল বিভাগ। কারণ হিসেবে বলেছেন, মাঝে মধ্যে যথাযথ তদন্তের স্বার্থে কোনো মামলার প্রতিবেদন দিতে বেশি সময় নিতে পারে তদন্তকারী সংস্থা। এ পরিস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিনের সুবিধা উপভোগ করার অধিকারী নয়।
নাশকতার মামলায় বিএনপির দুই নেতার আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গত ৬ মার্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ ওই আদেশ দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ মার্চ এটি প্রকাশ করা হয়েছে।
আপিল বিভাগের আগের দেওয়া কয়েকটি রায়ের নজির উল্লেখ করে আদেশে বলা হয়, এসব রায়ের নীতি অনুসারে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয়। পুলিশ রিপোর্ট পর্যন্ত আগাম জামিন দিয়ে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের রায়ের নীতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে।
গত বছরের ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা রমনা থানার এক মামলায় গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পান সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্ট তাদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে হাইকোর্টের আদেশ সংশোধন করে আট সপ্তাহের জামিন দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে তারা জামিনের অপব্যবহার না করলে তা বিবেচনা করতে বলা হয়।
এর আগে আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে মামলার এজাহার, আসামির সংশ্লিষ্টতা, অপরাধের গুরুত্ব বিবেচনায় নেওয়াসহ ১৬ দফা নির্দেশনা দিয়ে ২০১৯ সালে রায় দেন আপিল আপিল বিভাগ। রায়ে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না। কারণ এটি তদন্তকে ব্যাহত করে।
কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন আপিল বিভাগ। কারণ হিসেবে বলেছেন, মাঝে মধ্যে যথাযথ তদন্তের স্বার্থে কোনো মামলার প্রতিবেদন দিতে বেশি সময় নিতে পারে তদন্তকারী সংস্থা। এ পরিস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিনের সুবিধা উপভোগ করার অধিকারী নয়।
নাশকতার মামলায় বিএনপির দুই নেতার আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গত ৬ মার্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ ওই আদেশ দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ মার্চ এটি প্রকাশ করা হয়েছে।
আপিল বিভাগের আগের দেওয়া কয়েকটি রায়ের নজির উল্লেখ করে আদেশে বলা হয়, এসব রায়ের নীতি অনুসারে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিনে থাকতে দেওয়া উচিত নয়। পুলিশ রিপোর্ট পর্যন্ত আগাম জামিন দিয়ে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের রায়ের নীতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে।
গত বছরের ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা রমনা থানার এক মামলায় গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পান সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্ট তাদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে হাইকোর্টের আদেশ সংশোধন করে আট সপ্তাহের জামিন দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে তারা জামিনের অপব্যবহার না করলে তা বিবেচনা করতে বলা হয়।
এর আগে আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে মামলার এজাহার, আসামির সংশ্লিষ্টতা, অপরাধের গুরুত্ব বিবেচনায় নেওয়াসহ ১৬ দফা নির্দেশনা দিয়ে ২০১৯ সালে রায় দেন আপিল আপিল বিভাগ। রায়ে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না। কারণ এটি তদন্তকে ব্যাহত করে।
‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিমান) একটি ফ্লাইটকে শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে একটি ফ্লাইট শেষ পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
৭ ঘণ্টা আগেহজ পারমিট বা অনুমোদন ছাড়া হজ পালন করলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, এভাবে হজ পালনে যাঁরা সহায়তা করবেন, তাদের গুনতে হবে কয়েক গুণ জরিমানা। এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে