Ajker Patrika

কঠোর বিধিনিষেধে কথা না শুনলে আইনানুগ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২১, ১৬: ৫৮
কঠোর বিধিনিষেধে কথা না শুনলে আইনানুগ ব্যবস্থা

ঢাকা: আগামী ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

আনোয়ারুল ইসলাম বলেন, ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আমরা ‘স্ট্রিক্ট রেসট্রিকশন’ দিতে যাচ্ছি। দেশের একটি বড় অংশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

লকডাউন বাস্তবায়নের কৌশল সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১ জুলাই থেকে স্ট্রিক্ট রেসট্রিকশনে যাচ্ছি। বাস্তবায়নের কৌশল নিয়ে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা হয়েছে। আগামীকাল বা পরশু বসে আমরা সেটা নির্ধারণ করব। আর্মি, বিজিবি, ব্যাটেলিয়ন পুলিশ টহলে থাকবে। যতটুকু সম্ভব যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁদের অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই মানুষ বের হতে না পারে তা মনিটর করবে, টহল দেবে। কেউ কথা না শুনলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া তাদের কাজের মধ্যে থাকবে।’ 

কঠোর লকডাউনের মধ্যে রিকশা চলবে কি না এবং পোশাক কারখানা ও রপ্তানিমুখী শিল্পকারখানাগুলো খোলা থাকবে কি না, তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হবে বলে জানান সচিব আনোয়ারুল ইসলাম। প্রজ্ঞাপনে ‘লকডাউন’ শব্দটি বলা না হলেও ‘নিষেধাজ্ঞা’ বলা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত