Ajker Patrika

মঙ্গলবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি, ৯ জুন যুক্ত হচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ জুন ২০২১, ২২: ৫৯
মঙ্গলবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি, ৯ জুন যুক্ত হচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (৯ জুন) থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। আজ রোববার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

শরিফুল আলম বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ৯ জুন থেকে নয় জোড়া আন্তনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটারসহ মোট ১৯ জোড়া ট্রেন চালু করা হবে। এর আগে গত ২৪ মে থেকে ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার নয় জোড়া ট্রেন সারা দেশে চালু করা হয়। 

আন্তনগর ট্রেনগুলো হলো–অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।

মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেনগুলো হলো–ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, বিরল কমিউটার, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ি এক্সপ্রেস, বগুড়া কমিউটার, কলেজ ট্রেন। 

এদিকে আগামী মঙ্গলবার (৮ জুন) থেকে কাউন্টারে বিক্রি হবে ট্রেনের টিকিট। করোনা সংক্রমণের কারণে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। শুধু অনলাইনে এ টিকিট কেনা যাচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ জুন থেকে প্রতিটি রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি করা হবে। 

তবে ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিটের মধ্যে অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে। বাকিগুলো আগের মতোই অনলাইনে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত