নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। রিটের শুনানি শেষে বিবাদী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরান ও তাঁর বোনকে (সন্তানদের ফুফু) সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের জন্য শরীফ ইমরান ও দুই শিশুর বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া ৩১ আগস্ট তাঁদের আদালতে উপস্থিত নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনে দুই শিশুসন্তানকে মা এরিকো তাঁর জিম্মায় দেওয়ার নির্দেশনা চেয়েছেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি শরীফ ইমরান জাপানি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তাঁদের তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। তারা হলো–জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় চিকিৎসক। মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী।
চলতি বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের (ডিভোর্স) আবেদন করেন শরীফ ইমরান। ২১ জানুয়ারি ইমরান এএসআইজে স্কুল কর্তৃপক্ষের কাছে তাঁর মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এরিকোর সম্মতি না থাকায় বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে স্কুলবাসে বাড়ি ফেরার পথে বাসস্টপেজ থেকে জেসমিন ও লিনাকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান ইমরান। এ ঘটনায় এরিকো জাপানের পারিবারিক আদালতে মামলা করেন। ওই দেশের আদালত জেসমিন ও লিনাকে এরিকোর জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে ইমরান দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। পরে এরিকো ছোট মেয়েকে জাপানে রেখে বাংলাদেশে এসে দুই মেয়েকে ফেরত চান। ফেরত না দেওয়ায় তিনি রিট করেন।
দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। রিটের শুনানি শেষে বিবাদী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরান ও তাঁর বোনকে (সন্তানদের ফুফু) সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের জন্য শরীফ ইমরান ও দুই শিশুর বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া ৩১ আগস্ট তাঁদের আদালতে উপস্থিত নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনে দুই শিশুসন্তানকে মা এরিকো তাঁর জিম্মায় দেওয়ার নির্দেশনা চেয়েছেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি শরীফ ইমরান জাপানি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাঁরা টোকিওতে বসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তাঁদের তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। তারা হলো–জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় চিকিৎসক। মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী।
চলতি বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের (ডিভোর্স) আবেদন করেন শরীফ ইমরান। ২১ জানুয়ারি ইমরান এএসআইজে স্কুল কর্তৃপক্ষের কাছে তাঁর মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এরিকোর সম্মতি না থাকায় বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে স্কুলবাসে বাড়ি ফেরার পথে বাসস্টপেজ থেকে জেসমিন ও লিনাকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান ইমরান। এ ঘটনায় এরিকো জাপানের পারিবারিক আদালতে মামলা করেন। ওই দেশের আদালত জেসমিন ও লিনাকে এরিকোর জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে ইমরান দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। পরে এরিকো ছোট মেয়েকে জাপানে রেখে বাংলাদেশে এসে দুই মেয়েকে ফেরত চান। ফেরত না দেওয়ায় তিনি রিট করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন চাপের মুখে তিনবার বদল করতে বাধ্য হয়েছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক মো. রজিবুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আজ রোববার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা
১০ মিনিট আগেবৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য বাড়ানো, তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তাঁরা আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার ওপরও জোর দেন।
২২ মিনিট আগেজ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘ধর্ষণের প্রকৃত ঘটনা আরও বেশি হবে। ধর্ষণ মামলায় আসামিদের মৃত্যুদণ্ড না দিয়ে বেশি কারাদণ্ডের বিধান রাখলে ভালো হতো।’
১ ঘণ্টা আগেবাংলাদেশের আকাশে আজ রোববার (২৪ আগস্ট) কোথাও ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। অর্থাৎ আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
১ ঘণ্টা আগে