Ajker Patrika

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 
 
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে তিন হাজার ২০ জন হাসপাতালে ভর্তি হলেন।

সরকারি সংস্থাটির তথ্য মতে, এ বছরের মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন এবং জুলাই মাসে দুই হাজার ৬৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আর চলতি মাসের প্রথম পাঁচ দিনে ৩৬০ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬৩ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮৭ জন এবং বাইরে ৭৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের।

ঢাকার বাইরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সিলেট ও চট্টগ্রামের মানুষ। প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে কক্সবাজারে। মোট ১৪ জনের নয়জনই এ জেলার। বাকিরা রাজধানীর বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত