Ajker Patrika

কার্তিকের নবান্নের দেশে আজ পয়লা হেমন্ত

রজত কান্তি রায়
কার্তিকের নবান্নের দেশে আজ পয়লা হেমন্ত

কার্তিকের নবান্নের দেশে আজ হেমন্তের প্রথম দিন, পয়লা কার্তিক। ঋতুচক্রে কার্তিক ও অগ্রহায়ণ—এ দু মাস হেমন্ত ঋতু। কৃষিভিত্তিক বাংলায় হেমন্ত খুবই গুরুত্বপূর্ণ ঋতু। বাঙালির প্রধান ফসল ধান সাধারণত এ ঋতুতে ঘরে তোলা হয়। 

এখন গ্রামগুলোতে গেলেই নাকে লাগবে ধানের সুগন্ধএকসময় হেমন্ত ঋতুর শেষ মাস অগ্রহায়ণ থেকে বছর গণনা শুরু হতো। অর্থাৎ, বাঙালির বছর শুরু হতো অগ্রহায়ণ থেকে। যদিও পরে তা বৈশাখ মাস থেকে শুরু হয়। 

এ দেশে হেমন্ত মানেই মাঠে মাঠে ধান। কার্তিক থেকে শুরু হয়ে অগ্রহায়ণ পর্যন্ত মাঠের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে সবুজ থেকে হলুদ হয়ে সোনালিতে। মাঠে ধানের রং সোনালি মানেই এ দেশের কৃষকের সুখের দিন। এ সুখের দিনে হবে নবান্ন। সুগন্ধি নতুন চাল, নতুন সবজি, নতুন ডাল, নতুন মাছে নবান্ন হবে হেমন্তের শেষে। 

কোথাও ধানে কেবল দুধ জমেছে, কোথাও ধান হলুদ হতে শুরু করেছেএখন গ্রামগুলোতে গেলেই নাকে লাগবে ধানের সুগন্ধ। কোথাও ধানে কেবল দুধ জমেছে, কোথাও ধান হলুদ হতে শুরু করেছে। না, এখনো ধান কাটা শুরু হয়নি। আর কিছুদিন পর যখন দিন আরও ছোট হতে থাকবে, রেদের রং সোনালি হতে থাকবে, আকাশে ঝুলে থাকবে কুয়াশার রেখা তখন, হেমন্তের শেষে কাটা হবে ধান। তারপর ঝাড়পোছ করে তোলা হবে গোলায়। 

নতুন ধানের নতুন সৌরভের প্রত্যাশায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত