Ajker Patrika

দেশে টিকা উৎপাদনে সহায়তা করবে ইউনিসেফ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে টিকা উৎপাদনে সহায়তা করবে ইউনিসেফ: স্বাস্থ্যমন্ত্রী

টিকা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করবে শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনিসেফ। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট ও হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানিয়েছেন। 

ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ টিকা পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব সহ স্বাস্থ্য খাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এই সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নিরাপদ মাতৃত্ব, টিকা কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে টিকা উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া, শিশুদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণেও আগ্রহ দেখিয়েছে তারা।’ 

বৈঠকে জাতিসংঘের শিশু তহবিলের প্রতিনিধি দল করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দেশের স্বাস্থ্য খাত আগের থেকে আরও উন্নত হচ্ছে বলেও তারা জানান। টিকাদানে বাংলাদেশকে বিশ্বের একটি উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত